Monday, August 25, 2025

সিবিআই নোটিশের উত্তর দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। মঙ্গলবার, তদন্তকারী সংস্থাকে বাড়িতে ডাকলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠির উত্তরে রুজিরা লিখেছেন, তিনি একুশ তারিখ দুপুর দুটোর সময় সিবিআইয়ের চিঠি পেয়েছেন। তবে কী কারণে বা তদন্তের কোন বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে- সেটা তিনি জানেন না। তদন্তে সহযোগিতার স্বার্থে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে দুপুর তিনটের মধ্যে সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। একইসঙ্গে চিঠিতে অভিষেকের স্ত্রী লিখেছেন, কোন সময় তদন্তকারীরা আসবেন সেটা তাঁকে জানিয়ে দিতে। চিঠিটি লেখা হয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকে (Umesh Kumar)।

আরও পড়ুন-‘ভীতু-কাপুরুষ নই’, স্ত্রীকে CBI নোটিসের পর আইনে আস্থা রেখে বার্তা অভিষেকের

কয়লা দুর্নীতির তদন্তে রবিবার বাড়িতে গিয়ে রুজিরাকে নোটিশ ধরায় সিবিআই (CBI)। জিজ্ঞাসাবাদের জন্য সেদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসেন সিবিআইয়ের ৬ জন আধিকারিক। তবে অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে কীসের ভিত্তিতে কত টাকা গিয়েছিল তদন্তের দোহাই দিয়ে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই জানাতে চাননি সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন-প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে অভিষেকের স্ত্রীকে নোটিস সিবিআইয়ের

প্রশ্ন উঠছে, তবে কি প্রতিহিংসার রাজনীতির অঙ্কেই ভোটের মুখে এই ষড়যন্ত্র? ইতিমধ্যেই কয়লা তদন্ত নিয়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বহু জনসভায় একাধিকবার দাবি করেছেন এই দুর্নীতিতে অভিষেক যোগ রয়েছে। উপরমহলের ‘সাজানো স্ক্রিপ্ট’কে বাস্তব রূপ দিতে, তাঁদের দাবিকে প্রাধান্য দিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version