Tuesday, May 13, 2025

দক্ষিণের একমাত্র রাজ্যও হাতছাড়া কংগ্রেসের, পুদুচেরিতে কি রাষ্ট্রপতি শাসন?

Date:

Share post:

দক্ষিণ ভারতের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্যও ‘হাতছাড়া’ হল। ঘটনাচক্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সফরের পাঁচদিন পরই কংগ্রেস সরকারের পতন হল পুদুচেরিতে (Congress loses power in Puducherry)। গত কয়েকদিন ধরে একের পর এক কংগ্রেস বিধায়ক দলত্যাগের ঘোষণা করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এর জেরে এমনিতেই সংখ্যালঘু হয়ে পড়ে পুদুচেরির ভি নারায়ণস্বামী সরকার (narayanswamy govt.)। সোমবার আস্থা ভোট (trust vote) হওয়ার আগেই দেখা যায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা নেমে এসেছে ১২ তে। অন্যদিকে বিরোধী এনআর কংগ্রেস-বিজেপি জোটের পক্ষে রয়েছে ১৪ জন বিধায়ক। ফলে পদত্যাগ করতে হচ্ছে কংগ্রেস মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে। পুদুচেরিতে সরকার ফেলার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে দায়ী করেছেন নারায়ণস্বামী। বলেছেন, বিরোধী শাসিত রাজ্যগুলি অসাংবিধানিকভাবে দখল করতে বিজেপির ‘অপারেশন কমলা’ চক্রান্ত চলছে। লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে লাগাতার সরকারের মধ্যে অস্থিরতা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। বিজেপি এভাবেই নির্লজ্জ দখলদারির কৌশল কায়েম করতে চায় সারা দেশে। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি ওদের কোনও শ্রদ্ধা বা আস্থা নেই।

বিধানসভা নির্বাচনের মাত্র তিন মাস অাগে সরকার পড়ে যাওয়ায় চরম অস্তস্তি কংগ্রেস শিবিরের। মধ্যপ্রদেশের পর এবার পুদুচেরিতেও মেয়াদ শেষের আগেই পতন ঘটল কংগ্রেস সরকারের। সোমবার আস্থা ভোটে হেরে গেলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তার আগে রবিবার কংগ্রেসের আরও দুই বিধায়ক ইস্তফা দেওয়ার পরই সংখ্যালঘু হয়ে পড়েছিল কংগ্রেস সরকার। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াকআউট করেন। তারপরই স্পিকার জানিয়ে দেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছে কংগ্রেস সরকার। এখন প্রশ্ন হল, বিধানসভা নির্বাচনের মুখে কি নতুন কোনও সরকার তৈরির উদ্যোগ নেওয়া হবে, নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে পুদুচেরিতে? প্রসঙ্গত, রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীর বিরুদ্ধে লাগাতার সংঘাত চলছিল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নারায়ণস্বামীর। সেই কিরণ বেদীকেও কয়েকদিন আগে অপসারণ করেছে কেন্দ্র।

Advt

spot_img

Related articles

মাথার দাম ১০ লক্ষ! বিহার থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

খালিস্তানি জঙ্গিদের নিধনে বিদেশে সাফল্য পাওয়া সম্ভব নয়, কার্যত স্পষ্ট ভারতের গোয়েন্দা বিভাগের কাছে। অন্যদিকে ভারতের গোয়েন্দা বিভাগের...

বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে নতুন শক্তি নীতি রাজ্য সরকারের

বিদ্যুতের বিপুল চাহিদা(Electric Demand) বৃদ্ধির দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে সামনে রেখে রাজ্য সরকার(State Govt) নতুন  শক্তি নীতি তৈরি করতে চলেছে।...

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা...

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...