আজ অন্নপ্রাশন ইউভান চক্রবর্তীর। সে এখন সেলিব্রিটি। আজ প্রথম ভাত খেল ইউভান।

হলুদ রঙের পাঞ্জাবি পরে দাদুর কোলে বসে মুখেভাত হল রাজ-শুভশ্রীর ছেলের।

শনিবারের রাত থেকেই পরিচালকের জন্মদিন ঘিরে অনন্ত যৌবনা রাজের বাড়িতে চলছে হইচই।

ইতিমধ্যেই ‘রাজশ্রী’র ছেলের অন্নপ্রাশনের কিছু ছবি সামনে এসেছে।

যেখানে দাদুর কোলে বসে খেতে দেখা গিয়েছে ইউভানকে।

ইউভানের অন্নপ্রাশন উপলক্ষে হালিশহরের বাগান বাড়িতে সকাল থেকেই উদযাপনের জন্য প্রস্তুত।

নানা রঙের গাঁদার মালায় সেজে উঠেছিল গোটা বাড়ি। তার প্রবেশ পথ।
