Monday, November 24, 2025

মানহানির সমনে অমিত শাহর ঠিকানা ভুল, মামলা গেল ব্যাঙ্কশাল কোর্টে

Date:

Share post:

সম্প্রতি অমিত শাহের এক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। যার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) হাজিরার নোটিশ পাঠিয়েছিল বিধাননগরের বিশেষ আদালত। সেই ডাকে স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) উপস্থিত না হলেও সোমবার আদালতের হাজিরা দিলেন অমিত শাহের আইনজীবী ব্রিজেশ ঝা। পাশাপাশি আরও জানা গিয়েছে অভিষেকের মানহানি মামলার সমনে অমিত শাহের ভুল ঠিকানা লেখা হয়েছে। যার জেরে বিধান নগরের বিশেষ আদালত থেকে এই মামলা পাঠিয়ে দেওয়া হল ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে অমিত শাহ ও তাঁর প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ পালন করে সোমবার বিধাননগরের বিশেষ আদালতে হাজিরা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহের আইনজীবী জানান, মানহানি মামলার সামনে অমিত শাহের যে ঠিকানা লেখা হয়েছে তা ভুল। পাশাপাশি বিধাননগরের এমপি এমএলএ আদালত এই মামলা ফেরত পাঠিয়েছে বলে জানান তিনি। বর্তমানে বিধান নগরের বিশেষ আদালতের পরিবর্তে মামলাটি চলবে ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে।

আরও পড়ুন:দেশীয় প্রযুক্তির অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়ছে ভারত, আক্ষেপ নরেন্দ্র মোদির

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ অগাস্ট মেয়ো রোডে বিজেপির সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। তিনি দাবি করেন, মমতা চিরকাল ইউপিএ-র সঙ্গেই। এই ইউপিএ ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল। মোদি সরকার দিয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা। বাংলার মানুষ উন্নয়নের টাকা পাননি। ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা কোথায় গেল? এক ভাইপো আর সিন্ডিকেটের পেটে গেল? অমিত শাহের এহেন মন্তব্যের পর তারূ বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতেই সোমবার সকাল দশটায় অমিত শাহ কিংবা তাঁর প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল এমপি-এমএলএ কোর্ট।

Advt

spot_img

Related articles

রাজ্যের এমএসএমই শক্তিশালী করতে র‌্যাম্প প্রকল্পে শুরু হচ্ছে বড়সড় সমীক্ষা 

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করতে বিশ্বব্যাংক–সমর্থিত র‌্যাম্প (RAMP) প্রকল্পের আওতায় বিস্তৃত সমীক্ষা চালাতে চলেছে...

নির্বাচনের আগে যুদ্ধকালীন প্রস্তুতি: নেতৃত্বকে ১০০ শতাংশ ফর্ম জমার টার্গেট দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তা নিয়ে সতর্ক করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো...

ভোটার তালিকা সংশোধনে সার্ভার জট কাটাতে বিশেষ অ্যাপ চালু করল রাজ্য নির্বাচন দফতর 

ভোটার তালিকা সংশোধন পর্বে সার্ভার সমস্যায় জর্জরিত বিএলওদের কাজ দ্রুততর করতে বিশেষ অ্যাপ চালু করল রাজ্য নির্বাচন দফতর।...

কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

নিজের অভিনীত শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চিরবিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র...