Friday, January 30, 2026

মানহানির সমনে অমিত শাহর ঠিকানা ভুল, মামলা গেল ব্যাঙ্কশাল কোর্টে

Date:

Share post:

সম্প্রতি অমিত শাহের এক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। যার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) হাজিরার নোটিশ পাঠিয়েছিল বিধাননগরের বিশেষ আদালত। সেই ডাকে স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) উপস্থিত না হলেও সোমবার আদালতের হাজিরা দিলেন অমিত শাহের আইনজীবী ব্রিজেশ ঝা। পাশাপাশি আরও জানা গিয়েছে অভিষেকের মানহানি মামলার সমনে অমিত শাহের ভুল ঠিকানা লেখা হয়েছে। যার জেরে বিধান নগরের বিশেষ আদালত থেকে এই মামলা পাঠিয়ে দেওয়া হল ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে অমিত শাহ ও তাঁর প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ পালন করে সোমবার বিধাননগরের বিশেষ আদালতে হাজিরা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহের আইনজীবী জানান, মানহানি মামলার সামনে অমিত শাহের যে ঠিকানা লেখা হয়েছে তা ভুল। পাশাপাশি বিধাননগরের এমপি এমএলএ আদালত এই মামলা ফেরত পাঠিয়েছে বলে জানান তিনি। বর্তমানে বিধান নগরের বিশেষ আদালতের পরিবর্তে মামলাটি চলবে ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে।

আরও পড়ুন:দেশীয় প্রযুক্তির অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়ছে ভারত, আক্ষেপ নরেন্দ্র মোদির

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ অগাস্ট মেয়ো রোডে বিজেপির সমাবেশ থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। তিনি দাবি করেন, মমতা চিরকাল ইউপিএ-র সঙ্গেই। এই ইউপিএ ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল। মোদি সরকার দিয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা। বাংলার মানুষ উন্নয়নের টাকা পাননি। ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা কোথায় গেল? এক ভাইপো আর সিন্ডিকেটের পেটে গেল? অমিত শাহের এহেন মন্তব্যের পর তারূ বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতেই সোমবার সকাল দশটায় অমিত শাহ কিংবা তাঁর প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল এমপি-এমএলএ কোর্ট।

Advt

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...