তৃতীয় টেস্টে জয় লক্ষ‍্য ভারত অধিনায়ক বিরাট কোহলির

বুধবার মোতেরায় ভারত-ইংল‍্যান্ড( india vs england) তৃতীয় টেস্ট( 3rd test)। এই মুহূর্তে সিরিজে ফলাফল ১-১। দিনরাতের গোলাপি বলের টেস্টে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার।

দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পেয়ে সিরিজে ফলাফল ১-১। তৃতীয় টেস্টে চোট সারিয়ে দলে ঢুকছেন উমেশ যাদব। মহম্মদ সিরাজের জায়গায় ঢুকছেন জশপ্রীত বুমরা। তাই তৃতীয় টেস্টে ভারতীয় দলে বদল আসবে বোলারদের ক্ষেত্রে তা ভালই বোঝা যাচ্ছে।

তৃতীয় টেস্ট খেলতে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। মোতেরাতে তৃতীয় টেস্ট জিততে মরিয়া তিনি। কারণ আমেদাবাদ টেস্ট যে জিতবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে অনেকটাই এগোতে পারবে তারা।

এদিকে কেরিয়ারের শততম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ইশান্ত শর্মা। এই ম‍্যাচ খেলতে নামার আগে ইশান্ত বলেন, ” একশোতম টেস্ট খেলতে নামাটা অবশ্যই গর্বের ব্যাপার। প্রত্যেক খেলোয়াড়ের জীবনে উত্থান-পতন থাকে। আমার জীবনেও এসেছে।

নতুন স্টেডিয়াম, নতুন উইকেট। তাই বল কী রকম আচরণ করবে, জানা নেই। ইংল্যান্ড তারকা বেন স্টোকস বললেন, ‘দুটো টিমের কাছেই নতুন পরিস্থিতি। তবে ভারতে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ নিতেই আমরা ভালোবাসি।

আরও পড়ুন:বিজয় হাজারে টফ্রিতে চন্ডিগড়ের কাছে হার বাংলার

Advt

Previous articleচৌরঙ্গি বিধানসভায় বিজেপির প্রার্থী সজল ঘোষ
Next articleতৃণমূলত্যাগী শ্যামাপ্রসাদকে বিজেপির রথ থেকে নামিয়ে দেওয়া হল! ‘শুদ্ধিকরণ’ করা হল রথের