Monday, November 24, 2025

ভোটের আগে একে অপরের বিরুদ্ধে ‘বোমা’ ফাটাচ্ছেন রুদ্রনীল-জটু লাহিড়ী

Date:

Share post:

আর মাত্র কয়েকমাস তারপরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই চলছে সব পক্ষের প্রচার। তারই মধ্যে হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে বিবাদ তুঙ্গে। জনসভা ও কর্মসূচীতে একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জটু লাহিড়ী এবং গেরুয়া শিবিরের রুদ্রনীল ঘোষ। জটু লাহিড়ী বলেন, নিশ্চিতভাবে তিনি বিধায়ক হিসেবে ফিরে আসবেন।

রুদ্রনীল এদিন হাওড়ায় বিজেপির হয়ে প্রচারের এসে জটু লাহিড়ীকে বিরুদ্ধে তোপ দেগে বলেন, “পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। এটা ভূগোলে আছে। কিন্তু হাওড়ায় সেই ভূগোল উল্টে গেছে। এখানে এক ভাগও জল নেই। সব বুজে গেছে। আর যেটুকু ফাঁকা স্থল আছে, সেটাও বুজে প্রমোটিং হয়ে গেছে কিছু বিধায়ক ও কাউন্সিলরের সৌজন্যে।” বিশেষ করে শিবপুর বিধানসভা কেন্দ্রে এই ঘটনা বেশি করে হয়েছে বলে রুদ্রনীলের অভিযোগ। এরপর বিধায়ক জটু লাহিড়ীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তাঁর বক্ত্যব্য, “এই এলাকার রাম ঠাকুরের পুকুর চুরি করে নিয়েছেন জটু বাবু।”

আরও পড়ুন-সিবিআই আসার আগে আচমকা অভিষেক-রুজিরার বাড়িতে মমতা

রুদ্রনীলের অভিযোগ নিয়ে বলতে গিয়ে জটু লাহিড়ী দাবি করেন, তার কেন্দ্রে কোনও পুকুর ভরাট হয়নি। বরং বহু পুকুর ও জলাশয় রক্ষা করেছেন তিনি নিজে। এদিন রুদ্রনীলকে ‘জোচ্চোর’ বলেও কটাক্ষ করেন শিবপুরের বিধায়ক। তিনি বলেন, “হাওড়ার নরসিংহ দত্ত কলেজের টাকা তছরূপ করেছে একসময় বামেদের সমর্থনে থাকা এই অভিনেতা।” এটুকুতেই থেমে জাননি জটু লাহিড়ী। তিনি আরও বলেন, “রাজ্য সরকারের থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে রুদ্রনীল। সরকার মহানুভবতা দেখিয়েছে, কিন্তু সে কোনও কাজ করেনি।”

Advt

শিবপুর কেন্দ্রে রুদ্রনীল বিজেপিত প্রার্থী হলে তিনি কি হারাতে পারবেন? এই প্রশ্নের উত্তরে শিবপুরের বিধায়কবলেন, তাঁর নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস আছে। মানুষ তাঁকে ভালবাসে ও সমর্থন করে। তাই তিনি আবার জয়লাভ করবেন। তবে রুদ্রনীল এনিয়ে কোনও মন্তব্য করেননি। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশে রুদ্রনীল বলেছেন ,”এখনও সময় আছে এমন কিছু করবেন না যে সরকার বদলের পর মানুষ আপনাদের ঘৃণার চোখে দেখে।”

spot_img

Related articles

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...

মেডিক্যাল কলেজে কেন অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের: শিক্ষাঙ্গনে বিজেপির গেরুয়া রঙ!

বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে এমবিবিএসের ৫০টি আসনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ...

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ...