Breaking: শুভেন্দু নন্দীগ্রামেই, নবাগতদের পুরনো কেন্দ্রেই রাখছে বিজেপি

যে নেতারা অন্য দল থেকে BJPতে আসছেন, তাঁদের ভোটে লড়তে হবে নিজেদের পুরনো কেন্দ্র থেকেই। RSS এর সঙ্গে একপ্রস্থ আলোচনার পর এই বার্তা স্পষ্ট করে দিয়েছে BJP. সেই অনুযায়ী Suvendu Adhikari প্রার্থী হবেন Nandigram এ। Rajib Banerjee Domjureএ। Sabyasachi Duttaর ইচ্ছে Bidhannagar থেকে লড়ার। কিন্তু দল বলে দিয়েছে লড়তে হবে Rajarhat থেকেই। Baisali Dalmia লড়বেন Bali থেকে। Prabir Ghosal Uttarpara. এইভাবে সব নতুন আসা বিধায়ক বা সদ্য প্রাক্তন MLAদের বলে দেওয়া হচ্ছে পুরনো আসন থেকেই লড়তে হবে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। সূত্রের খবর, শুভেন্দু সম্মত হয়েছেন। কিন্তু সব্যসাচী সম্মত হননি। অসম্মতির তালিকায় আরও নাম আছে। তাঁরা কেন্দ্র বদলের চেষ্টা করছেন। শুভেন্দু দলকে বলেছেন প্রয়োজনে তিনি না দাঁড়িয়ে রাজ্যজুড়ে প্রচারে রাজি। তবে দল তাঁকে Nandigram এ Chief Minister Mamata Banerjeeর মোকাবিলা করতে বলেছে। ভিনদল থেকে নতুন আসা বিধায়কদের ক্ষেত্রে আপাতত এই নীতি নিয়ে এগোচ্ছে BJP. বাকি আসনগুলির জন্য প্রার্থীর ভাবনাও মোটামুটি তৈরি।

 

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next article২৪ ফেব্রুয়ারি, বুধবারের বাজার দর