Friday, May 16, 2025

আব্বাসের সঙ্গে জোট গড়তে কল্পতরু হয়ে শরিক-আসনে কোপ মারছে সিপিএম

Date:

সিপিএমের আব্বাস- প্রীতি যত ‘গভীর’ হচ্ছে, ততই আসন কমছে বাম শরিকদের৷ এমনিতেই বামফ্রন্টে শরিকদের ভাগের আসন প্রথম থেকেই কম, এবার সেখান থেকেও আসন কেড়ে কল্পতরু হচ্ছে আলিমুদ্দিন৷ আর আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সঙ্গে জোটের মাশুল গুনছে বাম শরিকরা৷

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) সঙ্গে আলিমুদ্দিনের জোটের জেরে বেশ কিছু আসন ছাড়তে বাধ্য হচ্ছে বাম শরিকরা। ফলে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ফ্রন্ট-শরিকরা। আলিমুদ্দিন প্রথমে বলেছিলো, আব্বাস সিদ্দিকি’র সঙ্গে জোট গড়তে গিয়ে শরিক দলের ক্ষতি করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না৷ এমন আশ্বাস দেওয়ার পরেও এই মুহুর্তে কার্যত পথে বসেছে শরিকরা৷ ফলে আসন সমঝোতার বিষয়ে শরিকরা যে সন্তুষ্ট নয়, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

এদিকে সিপিএম (CPIM) সূত্রে খবর, এখন পর্যন্ত আসন রফা চূড়ান্ত হয়েছে ২৩০টিতে৷ আলোচনা বাকি রয়েছে বাকি আসনে। শরিক কংগ্রেসকে (CONGRESS) আপাতত ১০০টির মতো আসন ছেড়েছে বামেরা। বাকি ১৯৪ আসন থেকে অন্য শরিকদের পাশাপাশি আব্বাসের দল এবং আরজেডি-কে (RJD) দেবে সিপিএম। বাকিটা নেবে সিপিএম।

এতদিন শরিক সিপিআই মোটামুটি ১৪ আসনে লড়তো৷ এবার আব্বাসকে তুষ্ট করতে সিপিআইয়ের (CPI) হাত থেকে ৬টি আসন কেড়ে নেওয়া হচ্ছে৷ আরএসপি-র (RSP) আসন নামছে ২২ থেকে ১৬-তে।
ফরওয়ার্ড ব্লকের (FB) আসন নেমে দাঁড়াচ্ছে ১৮-তে। এই প্রথম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারছে না সিপিআই। এই কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM MAMATA BANERJEE)৷
বিধানসভা নির্বাচনে এবার ওই আসনে লড়বে আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

সিপিআইয়ের সম্ভাব্য প্রার্থী তালিকার আছেন পাশকুঁড়া পশ্চিম থেকে চিত্তরঞ্জন দাস ঠাকুর, তমলুক থেকে গৌতম পণ্ডা, ইটাহার থেকে শ্রীকুমার মুখোপাধ্যায়, গাইঘাটা থেকে কপিল মিশ্র ঠাকুর৷ উত্তর ২৪ পরগনায় দু’টি এবং দক্ষিণ ২৪ পরগনায় একটি, এই তিন আসন নিয়ে এখনও রফা বেরোয়নি। এই তিন আসন আব্বাসকে ছেড়ে দেওয়া নিয়ে জোট শরিকদের মধ্যে প্রবল মতান্তর চলছে৷

আরও পড়ুন- ব্রিগেড এড়ালেন কেন রাহুল-প্রিয়াঙ্কা? কণাদ দাশগুপ্তর কলম

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version