কলেজ-বিশ্ববিদ্যালয়ের একাধিক পদে অবসর গ্রহণের বয়স বাড়ল

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের(college and university) একাধিক পদে অবসরের বয়সসীমা বাড়ানো হল(age of retirement increases)। গতকাল, বুধবারই সেই নোটিফিকেশন জারি হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। 

যে সব পদের অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে, তার মধ্যে রয়েছে(this notification is applicable for various posts) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, কলেজের ইন্সপেক্টর, ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডেপুটি ইন্সপেক্টর অফ কলেজ, পিজি ও ইউজি কাউন্সিলের সেক্রেটারি।

বছর দুয়েক আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর এবং উপাচার্যদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই এই পদগুলিতে অবসরের বয়স বাড়ানোর বিষয়টি আলোচনার স্তরে ছিল। অবশেষে খুশির খবর শোনাল রাজ্য সরকার।

Advt

Previous articleঅবৈজ্ঞানিক দাবি: পতঞ্জলির করোনিলে রামধাক্কা উদ্ধব সরকারের
Next articleহিন্দু বিধবার সম্পত্তিতে অধিকার তাঁর বাপের বাড়ির পরিবারেরও: রায় সুপ্রিম কোর্টের