পিচ নিয়ে সমালোচকদের জবাব অশ্বিনের

মাত্র দুদিনে মধ‍্যেই শেষ হয়েছে তৃতীয় টেস্ট( 3rd test) । ১০ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল( india team)। এই জয়ের পরই পিচ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মাইকেল ভন, ডেভিড লয়েডের মতন প্রাক্তনরাও সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে। এবার সেই পিচ নিয়ে সমালোচকদের একহাত নিলেন রবীচন্দ্রন অশ্বিন( r ashwin)।

এদিন টুইটারে অশ্বিন লেখেন,” আমরা সবাই জানি যে, পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়। আমরা এখন এমন একটা যুগে বাস করছি, যেখানে ভাবনাচিন্তাও আমাদের কাছে বিক্রি করা হচ্ছে। তবে এটাও বলতে চাই যে, ভাবনাচিন্তা বিক্রি করার অর্থ হল, ‘তুমি নিজের মতো ভাবতে পারো না, এবং আমরা তোমাকে শেখাব কী করে তুমি আমাদের মতো ভাববে।”

এরপাশাপাশি অশ্বিন আরও বলেন,” গত এক দশক ধরে খেলার পর আমি এটা বুঝেছি যে, ওদের কথা যত বেশি বিশ্বাস করব, তত বেশি আমাদের মুখের সামনে সেটা তুলে ধরা হবে। যদি ভাবনাচিন্তা আমাদের নিজস্ব হয়, তাহলে বেশিরভাগ লোক তার বিরুদ্ধে থাকলেও আমাদের উচিত নিজেদের পক্ষে দাঁড়ানো।”

আরও পড়ুন:অমিত শাহের কর্মসূচি এবার কলকাতায়, মঙ্গলে উত্তরে, বুধে ভবানীপুরে রোড-শো, সভা

Advt

Previous articleঅমিত শাহের কর্মসূচি এবার কলকাতায়, মঙ্গলে উত্তরে, বুধে ভবানীপুরে রোড-শো, সভা
Next articleভোটের দিন ঘোষণার আগেই মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর, বাড়ল শ্রমিক মজুরি