Thursday, December 25, 2025

ভোট ঘোষণার দিনই ‘মুখ্যমন্ত্রী’-মুখ খুঁজে পেয়েছে বঙ্গ-বিজেপি, তুঙ্গে জল্পনা, বিতর্কও

Date:

Share post:

দীর্ঘদিন ধরে চলা জল্পনার সম্ভবত অবসান ঘটালো বিজেপি৷

দিলীপ ঘোষই (Dilip Ghosh) তাহলে বাংলায় বিজেপি-র মুখ্যমন্ত্রী (CM) পদপ্রার্থী!
কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাংলার একুশের ভোটের নির্ঘন্ট (WBAssembly Election 2021) ঘোষণা করেছে শুক্রবার৷

আর তার ঠিক পরেই বঙ্গ-বিজেপি (State BJP)একটি তাৎপর্যপূর্ণ পোস্টার প্রকাশ করেছে৷ নিজেই সেই পোস্টারটির ছবি টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ সঙ্গে সঙ্গেই গেরুয়া অন্দরে এবং বাইরে বিতর্কের ঝড় তুলেছে ওই পোস্টার।

বাংলার ‘দখল’ নিতে মরিয়া হয়ে পথে নেমেছে বিজেপি৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি কার্যত দিল্লি-কলকাতা ‘নিত্যযাত্রী’ হয়ে উঠেছেন৷ কিন্তু, বিধানসভা নির্বাচনে বিজেপি ঠিক কাকে মুখ করে ভোট ময়দানে নামতে চলেছে, তা এখনও জল্পনাস্তরে৷ এ ধরনের প্রশ্নের উত্তরও দিতে পারছেন না শীর্ষ-গেরুয়া নেতৃত্ব৷ ধোঁয়াশামাখা উত্তরে দায় এড়াচ্ছে বিজেপি৷

আর তার ফাঁকেই শুক্রবার রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি পোস্টার। সেই পোস্টারটি টুইট করেছেন দিলীপবাবু নিজেই৷ বিষয়টি মাত্রা পেয়েছে, বিজেপি-র রাজ্য সভাপতি নিজেই এই পোস্টার টুইট করে শেয়ার করায়৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi ) আগামী ৭ মার্চ ব্রিগেডে সভা (Brigade) করতে আসছেন৷ ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য তৈরি হয়েছে পোস্টার৷ সেই পোস্টারে লেখা, “Countdown begins”, এর অর্থ, ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ তৃণমূল সরকারের বিদায় স্রেফ সময়ের অপেক্ষা ৷ এমন প্রচার হতেই পারে৷ তাতে বিন্দুমাত্র ভুল নেই৷ কিন্তু বিজেপি’র অন্দরে জলঘোলা হচ্ছে পোস্টারের ছবি দেখে৷

কী সেই ছবি ?

পোস্টারজুড়ে হাত নাড়ানো ‘পোজ’-এ নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছেন একমাত্র দিলীপ ঘোষ। দু’জনের ছবির মাথায় লেখা ‘সোনার বাংলা’। দু’জনের মাঝে বাংলার মানচিত্র ৷ পোস্টারে মাথার দিকে যেখানে ‘Countdown begins’ লেখা ঠিক তার পাশেই তিনটি ডট, যদিও এগুলি আসলে ডট নয়, তিনটিই বিজেপির প্রতীক পদ্মফুলের ছবি।

আর এই পোস্টার প্রকাশের পর থেকেই চরম জল্পনা শুরু, তবে কি বঙ্গ ভোটে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষই ? সেই কারনেই কি ভোট ঘোষণার পরমুহুর্ত থেকে এই প্রচার, এই প্রথমবার সামনে আনলো বঙ্গ-বিজেপি?

সাধারণ মানুষের মধ্যে যা কৌতূহলের পর্যায়ে রয়েছে, বিজেপির অন্দরে সেটাই পৌঁছে গিয়েছে চাপানউতোর স্তরে৷ রাজ্য বিজেপির একাধিক নেতার বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর পাশে দিলীপ ঘোষকে যেভাবে সামনে রাখা হয়েছে তাতে বোঝানো হচ্ছে তিনিই মুখ্যমন্ত্রীর মুখ৷ এমন কোনও সিদ্ধান্ত দলে গ্রহণ করা হয়নি’৷ বিজেপির দিলীপ-বিরোধী গোষ্ঠী এই ধরনের প্রচার এখনই বন্ধ করার আওয়াজ তুলেছে৷ জনান্তিকে আলোচনাও শুরু হয়েছে, ‘দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করতে আমরা যে ভোটে নামিনি, তা ওনাকে মাথায় রাখতে হবে’৷
কার্যত বহু প্রতীক্ষিত একুশের ভোট ঘোষণার পরমুহুর্ত থেকেই বঙ্গ-বিজেপির অন্দরে শুরু হয়েছে নতুন কোন্দল, যা এখনই সামাল না দিলে গেরুয়া শিবির ছত্রভঙ্গ হতে বাধ্য৷

আরও পড়ুন- বাংলায় বুথের সংখ্যা বাড়ল ২৪৫০৩, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি

Advt

 

 

 

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...