Wednesday, August 27, 2025

ভোট ঘোষণার দিনই ‘মুখ্যমন্ত্রী’-মুখ খুঁজে পেয়েছে বঙ্গ-বিজেপি, তুঙ্গে জল্পনা, বিতর্কও

Date:

Share post:

দীর্ঘদিন ধরে চলা জল্পনার সম্ভবত অবসান ঘটালো বিজেপি৷

দিলীপ ঘোষই (Dilip Ghosh) তাহলে বাংলায় বিজেপি-র মুখ্যমন্ত্রী (CM) পদপ্রার্থী!
কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাংলার একুশের ভোটের নির্ঘন্ট (WBAssembly Election 2021) ঘোষণা করেছে শুক্রবার৷

আর তার ঠিক পরেই বঙ্গ-বিজেপি (State BJP)একটি তাৎপর্যপূর্ণ পোস্টার প্রকাশ করেছে৷ নিজেই সেই পোস্টারটির ছবি টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ সঙ্গে সঙ্গেই গেরুয়া অন্দরে এবং বাইরে বিতর্কের ঝড় তুলেছে ওই পোস্টার।

বাংলার ‘দখল’ নিতে মরিয়া হয়ে পথে নেমেছে বিজেপি৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সর্বভারতীয় সভাপতি কার্যত দিল্লি-কলকাতা ‘নিত্যযাত্রী’ হয়ে উঠেছেন৷ কিন্তু, বিধানসভা নির্বাচনে বিজেপি ঠিক কাকে মুখ করে ভোট ময়দানে নামতে চলেছে, তা এখনও জল্পনাস্তরে৷ এ ধরনের প্রশ্নের উত্তরও দিতে পারছেন না শীর্ষ-গেরুয়া নেতৃত্ব৷ ধোঁয়াশামাখা উত্তরে দায় এড়াচ্ছে বিজেপি৷

আর তার ফাঁকেই শুক্রবার রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি পোস্টার। সেই পোস্টারটি টুইট করেছেন দিলীপবাবু নিজেই৷ বিষয়টি মাত্রা পেয়েছে, বিজেপি-র রাজ্য সভাপতি নিজেই এই পোস্টার টুইট করে শেয়ার করায়৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi ) আগামী ৭ মার্চ ব্রিগেডে সভা (Brigade) করতে আসছেন৷ ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য তৈরি হয়েছে পোস্টার৷ সেই পোস্টারে লেখা, “Countdown begins”, এর অর্থ, ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ তৃণমূল সরকারের বিদায় স্রেফ সময়ের অপেক্ষা ৷ এমন প্রচার হতেই পারে৷ তাতে বিন্দুমাত্র ভুল নেই৷ কিন্তু বিজেপি’র অন্দরে জলঘোলা হচ্ছে পোস্টারের ছবি দেখে৷

কী সেই ছবি ?

পোস্টারজুড়ে হাত নাড়ানো ‘পোজ’-এ নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছেন একমাত্র দিলীপ ঘোষ। দু’জনের ছবির মাথায় লেখা ‘সোনার বাংলা’। দু’জনের মাঝে বাংলার মানচিত্র ৷ পোস্টারে মাথার দিকে যেখানে ‘Countdown begins’ লেখা ঠিক তার পাশেই তিনটি ডট, যদিও এগুলি আসলে ডট নয়, তিনটিই বিজেপির প্রতীক পদ্মফুলের ছবি।

আর এই পোস্টার প্রকাশের পর থেকেই চরম জল্পনা শুরু, তবে কি বঙ্গ ভোটে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষই ? সেই কারনেই কি ভোট ঘোষণার পরমুহুর্ত থেকে এই প্রচার, এই প্রথমবার সামনে আনলো বঙ্গ-বিজেপি?

সাধারণ মানুষের মধ্যে যা কৌতূহলের পর্যায়ে রয়েছে, বিজেপির অন্দরে সেটাই পৌঁছে গিয়েছে চাপানউতোর স্তরে৷ রাজ্য বিজেপির একাধিক নেতার বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর পাশে দিলীপ ঘোষকে যেভাবে সামনে রাখা হয়েছে তাতে বোঝানো হচ্ছে তিনিই মুখ্যমন্ত্রীর মুখ৷ এমন কোনও সিদ্ধান্ত দলে গ্রহণ করা হয়নি’৷ বিজেপির দিলীপ-বিরোধী গোষ্ঠী এই ধরনের প্রচার এখনই বন্ধ করার আওয়াজ তুলেছে৷ জনান্তিকে আলোচনাও শুরু হয়েছে, ‘দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করতে আমরা যে ভোটে নামিনি, তা ওনাকে মাথায় রাখতে হবে’৷
কার্যত বহু প্রতীক্ষিত একুশের ভোট ঘোষণার পরমুহুর্ত থেকেই বঙ্গ-বিজেপির অন্দরে শুরু হয়েছে নতুন কোন্দল, যা এখনই সামাল না দিলে গেরুয়া শিবির ছত্রভঙ্গ হতে বাধ্য৷

আরও পড়ুন- বাংলায় বুথের সংখ্যা বাড়ল ২৪৫০৩, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি

Advt

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...