Monday, May 5, 2025

‘কার সুবিধার জন্য বাংলায় ৮ দফা ভোট?’ প্রশ্ন তুললেন মমতা

Date:

Share post:

২০২১-এ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গে এবার সর্বোচ্চ ৮ দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এখানে তামিলনাড়ুতে ২৩৪ টি আসনের জন্য এক দফায় নির্বাচন করা হচ্ছে সেখানে বাংলায় এত দফা নির্বাচনে রীতিমতো ক্ষুব্ধ শাসক দল। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কমিশনকে পক্ষপাতদুষ্ট এমনটাই অভিযোগ করে তিনি প্রশ্ন তুললেন, কার সুবিধার জন্য বাংলায় ৮ দফা ভোট?

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবু কোথাও একটা প্রশ্ন চলে আসছে। বিহারে ২৪০টি আসনে ৩টি দফায় নির্বাচন। অসমে ৩টি দফায়। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে একদিনে নির্বাচন। কেরলে সিপিএমের সরকার সেখানেও এক দফায়। তবে বাংলায় ৮ দফায় ভোট কেন? কাকে সুবিধা করে দেওয়ার জন্য?’ এরপরই সরাসরি বিজেপিতে দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘বিজেপির অনুরোধে এটা করা হয়েছে। এমনকি গোটা জেলায় একদিনে নির্বাচন হচ্ছে না। ২৭ মার্চ নির্বাচন করছেন পুরুলিয়ায়। বাঁকুড়াটা ভাগ করেছেন। পূর্ব মেদিনীপুরের পার্ট ওয়ান। বিএ পার্ট ওয়ান শেখাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় আমাদের জোর বেশি, তাই তিন দফায় ভোট করা হচ্ছে। বাঁকুড়া পার্ট টু। এগুলি নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলে দিয়েছে? ৩০ দিনের খেলা খেলবেন?’

এরপরই নাম না করে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়ে দেন, ‘আমাদের কিছু যায় আসে না। হারিয়ে ভূত করে দেব। আপনারা জেলাকে ভাঙছেন। ভাইকে ভাঙছেন। হিন্দু-মুসলিমকে ভাঙছেন। আপনারা বাঙালি-রাজবংশী ভাঙছেন। আপনারা দেশটাকে ভাঙছেন।’ পাশাপাশি নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখবেন না’।

আরও পড়ুন:Assembly Election 2021 : ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, কোথায় কবে? রইল তালিকা

পাশাপাশি লোকসভা নির্বাচনে যে বিবেক দুবে বাংলার পর্যবেক্ষক ছিলেন একুশের নির্বাচনে ফের তাকেই রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ এ প্রসঙ্গে মমতা বলেন, ‘২০১৯ সালে বিবেক দুবে পর্যবেক্ষক ছিলেন। তিনিই ফের পর্যবেক্ষক হলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেন ক্ষমতার অপব্যবহার না করেন। বিজেপির সবাই মনে করে, বাংলাকে নিগৃহীত করব! বাংলাকে বঞ্চনা করব! যত নেতা আছে নিয়ে আসুন। আমরা ধানক্ষেতের লোক। ঘরে কাজ করার লোক। এত ভয় আমাকে! পুরো কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থাকে নিয়ে এই পরিকল্পনা তৈরি করেছে। নির্বাচনের পর পুরস্কার দিতে হবে। আমরা জিতব। আমরা স্ট্রিট ফাইটার।’

Advt

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...