Assembly Election 2021 : ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, কোথায় কবে? রইল তালিকা

নির্বাচন কমিশন শুক্রবার চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। রাজ্যগুলি হল, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম এবং পন্ডিচেরি।

➡️ ৮ দফায় হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। প্রথম দফা ২৭ মার্চ (৩০)। দ্বিতীয় দফা ১ এপ্রিল (৩০)। তৃতীয় দফা ৬ এপ্রিল (৩১)। চতুর্থ দফা ১০ এপ্রিল (৪৪)। পঞ্চম দফা ১৭ এপ্রিল (৪৫)। ষষ্ঠ দফা ২২ এপ্রিল (৪৩)। সপ্তম দফা ২৬ এপ্রিল (৩৬)। অষ্টম দফা ২৯ এপ্রিল (৩৫)।

➡️ কেরলে বিধানসভা নির্বাচন হবে ১ দফায়। ৬ এপ্রিল।

➡️ পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচন হবে ১ দফায়। ৬ এপ্রিল।

➡️ তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে ১ দফায়। ৬ এপ্রিল।

➡️ অসমে ৩ দফায় হবে বিধানসভা নির্বাচন। ২৭ মার্চ (৪৭), ১ এপ্রিল (৩৯), ৬ এপ্রিল (৪০)।

পাঁচ রাজ্যের মোট ৮২৪ টি আসনে বিধানসভা ভোটের গণনা ২ মে।

বিধানসভা ভোট:
অসমে ১২৬ আসন, তামিলনাডুতে ২৩৪ আসন, পশ্চিমবঙ্গে ২৯৪ আসন, কেরলে ১৪০ আসন, পন্ডিচেরিতে ৩০ আসন।

আরও পড়ুন-আগামী সপ্তাহে একত্রে বঙ্গ সফরের সম্ভাবনা যোগী আদিত্যনাথ ও অমিত শাহের

Advt

Previous articleপশ্চিমবঙ্গে ৮ দফায় হতে চলেছে নির্বাচন, দেখে নিন পুরো তালিকা
Next articleক্রিকেট থেকে অবসর নিলেন ইউসুফ পাঠান