Saturday, August 23, 2025

রবিবার আইএসএলে( isl) হাইভোল্টেজ ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি(mumbai city fc)। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচকে ফাইনাল ধরে নিয়েই মাঠে নামছে হাবাসের দল।

পাখির চোখ এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। তাই মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছে না এটিকে মোহনবাগান। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন এটিকে মোহনবাগান কোচ হাবাস। রবিবারের ম‍্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চাইছেন হাবাস।

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরছেন এদু গার্সিয়া। মার্সেলিনহো পুরো ফিট, তিনিও খেলবেন রবিবারের ম‍্যাচে। ফলে মাঝমাঠ যে শক্তিশালী হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তাই রবিবার মুম্বই ম‍্যাচে যে পুরো শক্তি নিয়ে মাঠে নামবে বাগান ব্রিগেড।

এদিন মুম্বই ম‍্যাচ নিয়ে হাবাস বলেন,” আমরা শুধু জয়ের কথা ভাবছি। ড্র করার কথা মাথায় আনছি না। সেটা নিয়ে ছেলেদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। কারণ ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নামলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলব।”

প্রথম লেগে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল বাগান ব্রিগেডকে। সেই হারের ক্ষত এখনও দগদগে হবাসের মনে। সেই ম‍্যাচের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে নজর গোটা বাগান শিবিরের। এদিন সাংবাদিক সম্মেলনে মুম্বই ম‍্যাচ নিয়ে বলেন,”বিপক্ষকে অবশ্যই সম্মান জানাতে হবে। তবে সেটা করতে গিয়ে তো ম্যাচটা ওদের হাতে তুলে দিতে পারব না। গত ম্যাচে কী হয়েছে, সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই। আমাদের পরিকল্পনা তৈরি আছে। সেটা রবিবার খেলা শুরু হলেই দেখতে পারবেন।”

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version