বিজেপি-তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েও মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসকে দুষলেন আব্বাস সিদ্দিকি

‘ঐক্যের ব্রিগেড’-এর তাল কেটে দিলেন আব্বাস সিদ্দিকি-ই৷ প্রশ্ন উঠে গেলো, কংগ্রেস, বাম এবং ISF-এর ‘সংযুক্ত মোর্চা’, এরপর আর কতখানি ‘সংযুক্ত’ থাকবে, তা নিয়েই৷

ব্রিগেড-মঞ্চে দাঁড়িয়ে ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি যতখানি তেজের সঙ্গে একুশের ভোটেই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন, ঠিক ততটা জোরেই এখনও আসন সমঝোতা না করায় দুষেছেন প্রদেশ কংগ্রেসকে৷ মঞ্চে তখন বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি-সহ অন্যান্য কংগ্রেস নেতারা৷ তাঁদের সামনেই একের পর এক বিমান বসু, মহম্মদ সেলিম-সহ বাম নেতা-কর্মীদের অভিনন্দন জানালেও ভুলক্রমেও নাম নেননি প্রদেশ কংগ্রেসের বা কংগ্রেস নেতাদের৷ আব্বাস আগামী বিধানসভা নির্বাচনে বাম ও ISF প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানালেও, কংগ্রেস প্রার্থীদের বিষয়ে একটি শব্দও খরচ করেননি৷

অধীর চৌধুরির ঠিক পরেই লক্ষ মানুষের সমাবেশে বলতে উঠে আব্বাস সিদ্দিকি কোনও রাখঢাক না করেই সরাসরি তোপ দাগেন কংগ্রেসের দিকে৷
‘সংযুক্ত মোর্চা’ গড়ার কৃতিত্ব এককভাবে সিপিএম তথা বামেদের দিয়ে আব্বাস বলেন, “আপনারা আশ্চর্য হচ্ছেন আমি কেন ISF এবং বামপ্রার্থীদের ভোট দিতে বলছি, কেন কংগ্রেসকে সমর্থন করতে বলছি না ! আমরা নিজেদের হক বুঝে নিতে এসেছি৷ কেউ ব্যথা পেলে আমি ক্ষমা চাইছি, তবুও আমি বলবো, কংগ্রেসের দিকে আমরা হাত বাড়িয়েছিলাম৷ কংগ্রেস এখনও সেই হাত ধরেনি৷ আসন নিয়ে এখনও সমঝোতায় আসেনি৷ আমরা কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেছি৷ ওরা সমঝোতায় এলে ভালো,আমি কংগ্রেসকেও ভোট দিতে বলবো, সভা করবো”৷

আব্বাস সিদ্দিকি এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “এই ব্রিগেড থেকেই আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার শপথ নিচ্ছি৷ বিজেপি এবং তৃণমূলকে এবার বাংলা থেকে উৎখাত করবোই৷” তিনি বলেন, “এই সমাবেশ দেখে এখন আফশোষ করছেন৷ এই জোট যদি আর এক সপ্তাহ আগে হতো, তাহলে আজ এখানে যত মানুষ এসেছেন, তার ‘ডবল’ করে দিতাম৷ মমতার দুর্নীতিতে অতিষ্ঠ বাংলা৷ আজ শপথ নিন, বাংলা থেকে ‘জিরো’ করে ফেরত পাঠাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ আপনারা ভয় পাবেন না, বাংলার শাসন ক্ষমতা এখন আর তৃণমূলের হাতে নেই৷ ক্ষমতা চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে৷ ভয় পাবেন না, সবাই নির্ভয়ে ভোট দিন ISF এবং বামপ্রার্থীদের”৷

এদিন আব্বাস সিদ্দিকির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা ব্রিগেড যেভাবে গর্জে উঠেছিলো, তাতে রাজনৈতিক মহলে বার্তা গিয়েছে, একুশের ভোটে ‘মেগাহিট’ হতে চলেছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া আব্বাস সিদ্দিকিই৷ মঞ্চে থাকা ফ্রন্ট ও কংগ্রেসের ওজনদার নেতাদের ওই সময় বড়ই নিষ্প্রভ, নিষ্প্রাণ লাগছিলো৷

আরও পড়ুন:নখে কাস্তে-হাতুড়ি-তারা, লাল চুল! অভিনব সাজে ব্রিগেডে শ্রীলেখা

এদিকে আব্বাসের বিতর্কিত ভাষণের পরই কার্যত কার্যত ক্ষিপ্ত প্রদেশ কংগ্রেস ৷ প্রদেশ নেতাদের বক্তব্য, আসন ভাগাভাগির প্রক্রিয়া চলছে৷ কোনও আসন নিয়েই বিনা কারনে আপত্তি জানাচ্ছে না কংগ্রেস ৷ সেই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকির এমন মনোভাব দুর্ভাগ্যজনক৷ নতুন করে অনেককিছু এখন ভাবতে হবে৷

Advt

Previous articleনখে কাস্তে-হাতুড়ি-তারা, লাল চুল! অভিনব সাজে ব্রিগেডে শ্রীলেখা
Next articleবাম ব্রিগেডে একঝাঁক টলি তারকা, কে কী বললেন?