উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা কারাতে প্রশিক্ষণ শিবির

দক্ষিণ ২৪ পরগনা কারাতে অ্যসোসিয়েশন অফ বেঙ্গল গত রবিবার ২৮ ফেব্রুয়ারি অ্যাডভান্স কারাতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল।
কেএবি সভাপতি হাসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং কারাতে ইন্ডিয়া অর্গানাইজেশন (কেআইও) স্বীকৃত  একমাত্র সংস্থা কারাতে-দো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মূলত আত্মরক্ষায় কারাতের আদর্শগত দিকগুলি শিক্ষার্থীদের কাছে তুলে ধরে।
সংস্থার সম্পাদক দীপক কুমার সাউ বলেন, এশিয়ান কারাতে ফেডারেশন ও ওয়ার্ল্ড কারাতের ফেডারেশন স্বীকৃত এই সংস্থা দেশে কারাতের জনপ্রিয়তা বাড়াতে সচেষ্ট । সেই কারণেই এই উদ্যোগ ।

Previous articleপ্রশাসনিক আধিকারিকদের নেতৃত্বে দুই জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
Next articleব্রেকফাস্ট নিউজ