Monday, August 25, 2025

‘মোদিই প্রকৃত নেতা’, নির্বাচন পূর্বে জল্পনা বাড়িয়ে টুইট দীনেশ ত্রিবেদীর

Date:

রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও এখনও খাতায়-কলমে বিজেপিতে(BJP) যোগ দেননি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী(Dinesh Trivedi)। বঙ্গ নির্বাচনের প্রাক্কালে এবার দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদীর(Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি। সোমবার এক টুইটে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীই প্রকৃত নেতা। আত্মনির্ভরতার ধারক ও বাহক’। ত্রিবেদীর এহেন ট্যুইটের পর স্বাভাবিকভাবেই তাঁর বিজেপি যোগদানের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।

সোমবার সকালে দিল্লির এইমস হাসপাতাল থেকে করোনা টিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের অনুমান দেশবাসীর ভরসা বাড়াতেই সোমবার সকালে কোভ্যাক্সিনের ডোজ নেন তিনি। কোভিশিল্ডের রমরমা বাজারে মোদির কোভ্যাকসিনের টিকা নেওয়া আত্মনির্ভরতার পথেই হাঁটা। প্রধানমন্ত্রীর এই টিকা নেওয়ার পর তাঁর ভূয়শী প্রশংসা করে টুইট করেন দীনেশ ত্রিবেদী। টুইটে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী একজন সত্যিকারের নেতা, যিনি সামনে থেকে লড়াইটা করেন। এটাই আসল আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস।’ অবশ্য শুধুমাত্র ত্রিবেদী নন, সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছে একদা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে।

আরও পড়ুন:পুরীতে যাওয়ার প্ল্যান করছেন? জেনে নিন নয়া নির্দেশিকায় কী বলেছে ওড়িশা সরকার

উল্লেখ্য, রাজ্যে দলবদলের হিড়িকে নাটকীয়তা বজায় রেখে হঠাৎ রাজ্যসভায় দাঁড়িয়ে ইস্তফা দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। জানান, দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীনেশ ত্রিবেদী দলত্যাগের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয় এবার হয়তো বিজেপিতে যোগ দেবেন তিনি। অবশ্য সে সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাননি প্রাক্তন সাংসদ। এহেন সময়ে বাংলায় নির্বাচনের প্রাক্কালে দীনেশ ত্রিবেদী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার ঘটনা জল্পনা আরও বাড়ছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version