Saturday, May 3, 2025

‘মোদি-দিদির সঙ্গে যোগাযোগ রাখছেন’ : কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকির

Date:

জোটে জট অব্যাহত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাসের দলকে নিয়ে যে অখুশি কংগ্রেস, তা আগেই প্রকাশ পেয়েছিল গতকালও বামেদের ব্রিগেডে বোঝা গেল। এরপর সোমবার বিস্ফোরক অভিযোগ করে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) বলেন, “কংগ্রেসের এক নেতা মোদি-দিদির সঙ্গে যোগ রাখছেন। ভোটের পর উঁচুপদ পেলে তৃণমূলকে সমর্থন করবেন তিনি।”

রবিবার বামেদের ব্রিগেড সমাবেশে কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসন রফার লড়াই প্রকাশ্যে আসে। গতকালের মঞ্চ থেকেই সিদ্দিকির সমর্থকদের প্রতি বামেদের ভোট দেওয়ার নির্দেশ দিলেও অপর জোটসঙ্গী কংগ্রেস সম্পর্কে একরকম চুপই থাকেন আব্বাস। স্বাভাবিকভাবেই বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীররঞ্জন চৌধুরী বুঝিয়ে দিয়েছেন, আব্বাসের দলকে এখনও তিনি জোটের অংশীদার মানতে নারাজ। রবিবার থেকে এই নিয়ে চলছে চাপানউতোর। এসবের মাঝে গতকালের ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন সিদ্দিকি। সোমবারও আসন রফা নিয়ে কংগ্রেসকে পরিষ্কার বলেন, তিনি জানেন কংগ্রেসের ৫২টি আসন রয়েছে। কিন্তু তা নিয়ে কোনও আলোচনা করছেন না তাঁরা।

আরও পড়ুন-‘মোদিই প্রকৃত নেতা’, নির্বাচন পূর্বে জল্পনা বাড়িয়ে টুইট দীনেশ ত্রিবেদীর

পাশাপাশি এদিন এক কংগ্রেস নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি। বলেন, “আমি জানতে পেরেছি কংগ্রেসের এক নেতা দিদি-মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন। ফল ঘোষণার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তিনি।”

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version