Friday, July 4, 2025

মেরুকরণের রাজনীতির ডাক দিয়ে মালদহে উদ্ধত হুঙ্কার আদিত্যনাথের

Date:

মালদহের (Maldah) গাজোলের সভা থেকে উদ্ধত হুঙ্কার দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিনের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “রাম নাম ছাড়া কিছু হয় না। যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই”। নির্বাচনী প্রচারে মঙ্গলবার মালদহে আসেন যোগী। গাজোলে জনসভা করেন তিনি। মেরুকরণের রাজনীতি বার্তা দেন যোগী আদিত্যনাথ।

একইসঙ্গে রাজ্যের তৃণমূল (TMC) সরকারকে কটাক্ষ করেন তিনি। গাজলের জনসভায় আগাগোড়া এই রাজ্য সরকারের সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প কার্যকর করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন যোগী আদিত্যনাথ।

গাজোল কলেজ ময়দানে জেলা বিজেপি উদ্যোগে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ-(Dilip Ghosh)সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। আদিত্যনাথ বলেন, “মালদহ ভারতীয় সংস্কৃতির পীঠস্থান। চৈতন্য মহাপ্রভুর এই ভূমি বৈষ্ণব ধর্মের প্রচার করতে বড় ভূমিকা নিয়েছে। বাংলায় অরাজকতা দেখলে দেশবাসীর খারাপ লাগে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু , শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই জন্মভূমিকে আমার প্রণাম”।

পুলিশ প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন আদিত্যনাথ। কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার হলে বিকাশের গতি ত্বরান্বিত হয় এবং এই কারণে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিরোধীদের বক্তব্য, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা এবং নারী সুরক্ষা তলানিতে ঠেকেছে। যোগী আদিত্যনাথ আগে নিজের রাজ্য সামলান।

আরও পড়ুন- আনিসুর মামলায় রাজ্যের হস্তক্ষেপ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য হাইকোর্টের

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...
Exit mobile version