Thursday, August 28, 2025

ধাক্কা রাজ্যের, আনিসুর রহমানের মামলা প্রত্যাহারের নির্দেশ খারিজ করল হাইকোর্ট

Date:

তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই সময় তৃণমূল কর্মী কোরবান শাহ খুনের মামলায় নাম জড়ায় ‘দলবদলু’ আনিসুর রহমানের (anisur rahman)। যেতে হয় জেলে। এরপর বিজেপি ছেড়ে ফের তৃণমূলমুখী হতেই মুকুল রায়ের ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুরের নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে করা খুনের মামলা প্রত্যাহার করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। তমলুক আদালতে রাজ্যের সেই নির্দেশ গৃহীত হয়েছিল। কিন্তু ফের সেই নির্দেশ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta high court)। এই ঘটনায় ধাক্কা খেল রাজ্য প্রশাসনের উদ্যোগ। রাজ্যের নির্দেশ খারিজ করে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, এই কলকাতা হাইকোর্টেই একাধিকবার আনিসুর রহমানের জামিনের আবেদনের বিরোধিতা করেছে রাজ্য সরকার। তাহলে এখন হঠাৎ কী হল যে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চাইছে তারা?

প্রসঙ্গত, তৃণমূল কর্মী কোরবান শাহের খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন মুকুল ঘনিষ্ঠ আনিসুর। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে মামলা তুলতে উদ্যোগী হতেই কোরবান শাহের পরিবারের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের নির্দেশ খারিজ করার রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেইসঙ্গে ফের আনিসুরকে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের এই রায় ভোটের মুখে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকার আনিসুরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত তমলুক আদালতে পেশ করলে মামলা প্রত্যাহারে সম্মতি দেন বিচারক। এরপর তমলুক হাসপাতালে ভর্তি আনিসুরকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। আনিসুরকে মালা পরিয়ে নিয়ে রওনা দেন তাঁর অনুগামীরা। এদিকে ততক্ষণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কোরবান শাহের পরিজনরা। তাঁদের দাবি, আনিসুর মুক্তি পেলে কোরবান শাহ হত্যার কোনও বিচার হবে না। উলটে তাঁদের জীবনের ঝুঁকি বাড়বে। সওয়াল জবাব শুনে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, কলকাতা হাইকোর্টেই একাধিকবার আনিসুর রহমানের জামিনের আবেদনের বিরোধিতা করেছে রাজ্য সরকার। এখন হঠাৎ কী হল যে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে চাইছে তারা? হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের নির্দেশ ও নিম্ন আদালতের রায় বাতিল বলে ঘোষণা করেন বিচারপতি। স্থগিতাদেশ দেন এই মামলার শুনানিতে। সেইসঙ্গে বলেন, আনিসুরকে জেল থেকে মুক্তি দেওয়া হয়ে থাকলে তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন- ‘কেষ্টর ঢাক’, ‘খেলা হবে’ : ভোটের আগে ‘রাজনৈতিক’ মিষ্টিতে ছয়লাপ বাংলা

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version