Thursday, August 28, 2025

দুর্নীতির দায়ে জেল (jail punishment) হল প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট (ex-French president) নিকোলাস সারকোজির (nicolas sarkozy)। ফ্রান্সের প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি (corruption) করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই অপরাধে তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। ফ্রান্সের সাম্প্রতিককালের ইতিহাসে সারকোজিই হলেন প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যাঁকে বিচারের পর জেলে যেতে হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়ারটেপিং মামলায় প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন প্যারিসের এক আদালতের বিচারক। একইসঙ্গে সারকোজির দুই সহযোগী গিলবার্ট আজিবার্ট এবং থিয়েরি হারজোগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কারাদণ্ডে দণ্ডিত হলেও জেলে যেতে হচ্ছে না ৬৬ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে। বাড়িতে থেকেই ওই সাজা ভোগ করতে পারবেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট। সেক্ষেত্রে তাঁর শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরানো হবে নজরদারির জন্য।

‘ওয়ারটেপিং কেস’ নামে পরিচিত এই মামলা শুরু হয় ২০১৩ সালে। সেসময় তদন্তকারীরা সারকোজির বিরুদ্ধে দুর্নীতির খোঁজে সারকোজি ও তাঁর আইনজীবী হারজগের ফোনে আড়ি পেতেছিলেন। তদন্তকারীরা জানতে পারেন, বিখ্যাত কসমেটিক সংস্থা লরিয়েলের উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্টের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করে তা লুকোনোর চেষ্টা করেছেন সারকোজি।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেছেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তাঁর এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচারব্যবস্থা সম্পর্কে খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁদের কাজ একদিকে অনৈতিক প্রভাব পরিচালিত এবং অন্যদিকে পেশাদারি গোপনীয়তা লঙ্ঘনের সামিল। তবে কারাদণ্ডের সাজা পেলেও নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট।

 

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মমতা-অভিষেকের

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলা হয়েছে। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র...
Exit mobile version