শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি, ইঙ্গিত দিলীপের

প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত ব্যস্ত বিজেপি নেতৃত্ব। বুধবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে এই বিষয়ে প্রায় ঘন্টা তিনেক বৈঠক হয়।
এবারের ভোটে BJP-র প্রার্থীতালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে কৌতূহলের সীমা নেই।জল্পনার এই আবহে কবে প্রার্থীতালিকা ঘোষণা করবে BJP? বুধবার কিছুটা ইঙ্গিত দিলেন স্বয়ং BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘আজ নির্বাচন সমিতির বৈঠক ছিল। গত দু’দিন ধরে জেলাস্তর, কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে প্রতি আসনে ৪-৫টা নাম বাছা হয়েছে। আমাদের সংসদীয় কমিটি রয়েছে। সেখানেই চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। সম্ভবত আজ রাতেই আমরা দিল্লি যাব। চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। পরশুর দিকে ঘোষণা হয়ে যাবে।’

আরও পড়ুন- সৌরভের বিজেপি যোগদান নিয়ে কী বললেন দিলীপ ঘোষ, জানেন?
এরই পাশাপাশি , পেট্রল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি টাঙানো ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সেই বিষয়ে তিনি বলেন, ‘পেট্রল পাম্প কোনও সরকারি জায়গা নয়। প্রধানমন্ত্রীর ছবি থাকতেই পারে। সেটা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে না।’
উল্লেখ্য, করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচির ডিজিটাল শংসাপত্রে এখনও ব্যবহৃত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি। আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Previous articleসৌরভের বিজেপি যোগদান নিয়ে কী বললেন দিলীপ ঘোষ, জানেন?
Next articleচতুর্থ টেস্টে নামার আগে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক বিরাট