করোনা-টিকা’র সার্টিফিকেটে কেন মোদির ছবি, নাম? কমিশনে অভিযোগ তৃণমূলের

করোনার টিকা নেওয়ার পর যে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাতে কেন থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM MODI) ছবি এবং নাম?

এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC) ৷ দলের তরফে বিষয়টি নিয়ে কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে৷

পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে৷ ঘোষণামাত্রই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কণ্ডাক্ট (MCC)৷ তার পরেও করোনার টিকা যাঁরা পাচ্ছেন, তাঁদের কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া ডিজিটাল সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নাম, ছবি সহ বার্তা আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলেই অভিযোগ তৃণমূলের৷ দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন DEREK O’BRIAN) ট্যুইটারে বিষয়টি নিয়ে সরব হয়েছেন৷ ডেরেক জানান, তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন৷

আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী দলকেই জেতান, আর্জি সিঙ্ঘুর আন্দোলনকারী কৃষকদের

মুখ্য নির্বাচন কমিশনার (ECI) সুনীল কুমার অরোরাকে লেখা চিঠিতে ডেরেক দাবি করেছেন, “নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও কো- উইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেভাবে কৃতিত্ব দাবি করছেন ও নিজের নাম প্রচার করছেন তা যেন বন্ধ করা হয়৷’ তৃণমূল সাংসদ দাবি করেছেন, “নির্বাচন চলাকালীন সাধারণ করদাতাদের অর্থে প্রধানমন্ত্রী যাতে কোনও প্রচার না করতে পারেন, তাও যেন নিশ্চিত করা হয়৷’

Advt

Previous article৩ মার্চ, বুধবারের বাজার দর
Next articleদেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত বাঁকুড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম ১০