Thursday, August 28, 2025

তাজমহলে বোমাতঙ্ক, পর্যটকদের বের করে তল্লাশি অভিযানে সিআইএসএফ

Date:

তাজমহলের(Taj Mahal) ভিতরে বোমা রাখা রয়েছে। সম্প্রতি এমনই এক উড়ো ফোন এল নিরাপত্তারক্ষীদের(security) কাছে। এরপরই রীতিমতো আতঙ্ক ছড়ালো তাজমহল চত্বরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তল্লাশি অভিযানের নামল সিআইএসএফ(CISF) ও স্থানীয় প্রশাসন। পর্যটকদের তাজমহল থেকে বের করে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, পর্যটকদের(tourist) বাইরে বের করার পাশাপাশি তাজমহলের দুটি প্রবেশদ্বার বন্ধ করে চিরুনি তল্লাশি শুরু হয়েছে ভিতরে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিডিএস সহ অন্যান্য টিম। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোনে তাজমহলে বোমা থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায় সিআইএসএফ ও পুলিশ প্রশাসন। সকাল ৯.৩০টা নাগাদ সমস্ত পর্যটকদের বাইরে বের করে তাজমহলের দুটি দরজা বন্ধ করে দেওয়া হয়, পার্শ্ববর্তী বাজারও বন্ধ করে দেওয়া হয়। বম স্কোয়াড ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন:ঘৃণার রাজনীতিকে নিয়ন্ত্রন করুন, বিজেপিকে তুলোধোনা করলেন নুসরত

যদিও তাজমহলে প্রবেশের জন্য পর্যটক ও নিরাপত্তা কর্মীদের যে নিরাপত্তার বেষ্টনী পার হতে হয় তাতে তাজমহলের ভিতরে বোমা নিয়ে কারও প্রবেশ করা একেবারেই অসম্ভব। তবে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি যে ব্যক্তি ফোন করে এই খবর দিয়েছে তারও অনুসন্ধান চালাচ্ছে তদন্তকারীরা। শেষ পাওয়া খবরে, প্রায় দু’ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর কোনরকম বোমার হদিশ না পেয়ে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে তাজমহলের দরজা।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version