পথে নামছে সংযুক্ত মোর্চা,৬ মার্চ কলকাতায় যৌথ মিছিলে বাম, কংগ্রেস, আব্বাস

সফল ব্রিগেডের পর এবার পথে সংযুক্ত মোর্চা৷

আগামী ৬ মার্চ কলকাতায় সংযুক্ত মোর্চা মিছিলের ডাক দিয়েছে। পেট্রোপন্য- সহ অত্যাবশ্যক জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কর্মসংস্থানের দাবিতে বাম, কংগ্রেস, ISF-এর নেতা-কর্মীরা রাজপথে নামছেন৷ এই মিছিলে থাকার কথা ISF প্রধান আব্বাস সিদ্দিকিরও।সূত্রের খবর, ওইদিন বিকেল ৩টে নাগাদ এন্টালি থেকে মিছিল শুরু হয়ে, তা শেষ হবে মহাজাতি সদনের কাছে৷
মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Misra) থাকবেন প্রদেশ কংগ্রেস নেতারা। থাকার কথা ISF প্রধান আব্বাস সিদ্দিকিরও (Abbas Siddiqui)। তবে ISF-এর তরফে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি।

শেষপর্যন্ত বামেদের মধ্যস্থতায় ISF-কে আসন ছেড়েছে কংগ্রেস। জোটের আসন রফা চূড়ান্ত বলে দাবি করেছে বাম-কংগ্রেস দুই পক্ষই। ফলে, জোট গঠনে সিলমোহর পড়ে গিয়েছে বলে জানিয়েছেন মান্নান-সেলিমরা। ISF চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি এই সমঝোতায় খুশি। জানা গিয়েছে, আব্বাসের দলকে ৮টি আসন ছাড়তে চলেছে কংগ্রেস। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের ৬’টি এবং দক্ষিণবঙ্গের ২টি আসন। ওদিকে, AICC নেতা আনন্দ শর্মা এই জোটে আপত্তি জানালেও কংগ্রেস হাইকম্যান্ড প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে।

Previous articleত্রিপুরায় আক্রান্ত বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী
Next articleআজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তিনটি মামলার শুনানি