Wednesday, August 27, 2025

নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্যের

Date:

নন্দীগ্রাম(Nandigram) আন্দোলনের সময় অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(state government)। সরকারের এহেন সিদ্ধান্তের পর পাল্টা বিরোধিতা করে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

বুধবার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পাল্টা মামলা দায়ের করেন জনৈক এক ব্যক্তি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী পক্ষের আইনজীবী জানান, ২০০৮ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রায় ১৩ টি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মামলাগুলোর মধ্যে রয়েছে একাধিক খুনের মামলা, অপহরণের মামলা, খুনের চেষ্টার মামলা ও খুনের উদ্দেশ্য অপহরণের মামলা। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তিনি। পাশাপাশি দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয় মামলাকারীর তরফে।

আরও পড়ুন:স্পেনের আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে মেরি, জয় দিয়ে অভিযান শুরু সিন্ধুর

জনস্বার্থ এই মামলার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, ‘নির্দিষ্ট আইন না মেনে ফৌজদারি মামলা প্রত্যাহার করা গুরুতর অপরাধ।’ পাশাপাশি মামলার গুরুত্ব বুঝে আগামী শুক্রবার এই মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফে।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version