ট্রাউয়ের বিরুদ্ধে জয় চাইছেন শঙ্করলাল

শুক্রবার আইলিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডেই অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammaden sporting club)। প্রতিপক্ষ ট্রাউ এফসি( trau fc)। প্রথম পর্বে ট্রাউ এফসির সঙ্গে ২-২ ড্র করেছিল সাদা-কালো। কিন্তু শুক্রবারের ম‍্যাচে জয় ছাড়া কিছুই ভাভছেন না মহামেডান কোচ শঙ্করলাল চক্রবর্তী ।

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠলেও, বাকি দল গুলোর থেকে অনেকটাই পিছিয়ে শঙ্করলালের দল। তবে শুক্রবার ম‍্যাচের আগে কে এগিয়ে, কে পিছিয়ে এসব নিয়ে ভাবছেন সাদা-কালো কোচ, বরং ট্রাউয়ের বিরুদ্ধে জয় চাইছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করলাল বলেন,” অনেকটা পিছিয়ে থেকে চ্যাম্পিয়নশিপ রাউন্ড শুরু করছি। তবে দল হিসেবে আগের থেকে অনেক সংঘবদ্ধ হয়েছি আমরা। তাছাড়া, এখন আর রেলিগেশন রাউন্ডে নেমে যাওয়ার ব্যাপার নেই। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।”

শেষ ম‍্যাচে গোল করে দলকে জিতিয়েছেন পেড্রো মানজি। এই মুহূর্তে যা স্বস্তি দিচ্ছে মহামেডান কোচকে। তবে পাঁজরের চোটে অনিশ্চিত জামাল ভুইঞাঁ।

আরও পড়ুন:চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে এগিয়ে ভারত

Advt

Previous articleবড় ধাক্কা শেয়ারবাজারে, ৫৯৮ পয়েন্ট নামল সেনসেক্স
Next articleতৃণমূল-বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে কমিশনে বাম-কংগ্ৰেস-আইএসএফ