আর বিলম্ব নয়: আগামিকালই প্রার্থী তালিকা ঘোষণা করছে বামফ্রন্টও

সোমবার পর্যন্ত দেরি নয়, শুক্রবারেই বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দুদফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট (Left)। তবে, সূত্রের খবর, কংগ্রেস বা আইএসএফ (Ifs) ওইদিন প্রার্থী ঘোষণা নাও করতে পারে।

আরও পড়ুন:পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন: অভিযোগে প্রশাসনের দ্বারস্থ কোচবিহার জেলা তৃণমূল

দফায় দফায় বৈঠকে কাটে সংযুক্ত মোর্চার জট। বাম-কংগ্রেস-আইএসএফের মধ্যে আসন রফা কার্যত চূড়ান্ত হয়েছে। বামফ্রন্ট ১৬৫, কংগ্রেস ৯২, আইএসএফ ৩৭ আসনে প্রার্থী দেবে বলে স্থির হয়।
বুধবারই প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সঙ্গে ফোনে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। অধীরকে কলকাতায় আসতে বলেন তিনি। কিন্তু সূত্রের খবর, অধীরের পক্ষে কলকাতায় আসা সম্ভব না হওয়ায় প্রথমে ঠিক হয়, ৮ মার্চ যৌথ সাংবাদিক বৈঠক করে জোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কিন্তু তৃণমূল ও বিজেপি শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই পরিস্থিতিতে আৎ দেরি না করে একই দিনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চায় বামেরাও। তবে, এদিন কংগ্রেস বা আইএসএফ-ও একইদিনে প্রার্থী তালিকা ঘোষণা নাও করতে পারে।

Advt

 

Previous articleপক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন: অভিযোগে প্রশাসনের দ্বারস্থ কোচবিহার জেলা তৃণমূল
Next articleভয়াবহ যোগীরাজ্য: প্রেমের শাস্তি দিতে নাবালিকা মেয়ের মুন্ডু কাটল বাবা