বামেদের আংশিক প্রার্থীতালিকা প্রকাশ করলেন বিমান বসু

নন্দীগ্রাম, এগরা ও পিংলা বাদ দিয়ে প্রথম দুদফার প্রার্থীতালিকা শুক্রবার প্রকাশ করলেন বামফ্রন্ট (left front) চেয়ারম্যান বিমান বসু (biman basu)। নন্দীগ্রাম আসন নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যানের মন্তব্য, এখন তো এটা হেভিওয়েট কেন্দ্র। এই আসনের প্রার্থী আমরা পরে ঠিক করব। পরবর্তী এক বা দু’দফায় বাকি প্রার্থীতালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। বিমান বসু বলেন, বামেদের নিজস্ব কর্মসূচি ছাড়া সংযুক্ত মোর্চার পক্ষ থেকেও প্রচার চলবে। আগামীকাল কলকাতা সহ সব জেলায় জ্বালানির মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যৌথ বিক্ষোভ কর্মসূচি হবে। এরপর ১২ মার্চ কলকাতায় কৃষি আইনের বিরোধিতায় দিল্লির আন্দোলনকারী কৃষক সমাবেশে যোগ দেবে সংযুক্ত মোর্চা। আগামী ১৫ মার্চ জাতীয় সম্পদ ধ্বংস করার কেন্দ্রীয় নীতির প্রতিবাদে কৃষক ও শ্রমিকদের যৌথ কর্মসূচিতে অংশ নেবে সংযুক্ত মোর্চা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল দু’দলের বিরুদ্ধেই প্রচার চালাবে বামফ্রন্ট সহ সংযুক্ত মোর্চা।

বামেদের প্রার্থীতালিকার মধ্যে উল্লেখযোগ্য:
হলদিয়া: মণিকা কর পাইক (সিপিএম)
তমলুক: গৌতম পণ্ডা (সিপিআই)
কাঁথি উত্তর: সুতনু মাইতি (সিপিএম)
ভগবানপুর: কংগ্রেস
খেজুরি: হিংমাংশু দাস (সিপিএম)
কাঁথি দক্ষিণ: অনুরূপ পণ্ডা (সিপিআই)
পাঁশকুড়া পূর্ব: শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
পাঁশকুড়া পশ্চিম: চিত্ত দাস ঠাকুর (সিপিআই)
রামনগর: সব্যসাচী জানা (সিপিএম)
দাঁতন: শিশির পাত্র (সিপিআই)
নয়াগ্রাম: হরিপদ সোরেন (সিপিএম)
গোপীবল্লভপুর: প্রশান্ত দাস (সিপিএম)
ঝাড়গ্রাম: মধুজা সেনরায় (সিপিএম)
কেশিয়ারি: পুলিন বিহারী বাস্কে (সিপিএম)
গড়বেতা: তপন ঘোষ (সিপিএম)
খড়্গপুর: শেখ সাদ্দাম আলি (সিপিএম)
শালবনি: সুশান্ত ঘোষ (সিপিএম)
মেদিনীপুর: তরুণ কুমার ঘোষ (সিপিআই)
নারায়ণগড়: তাপস সিনহা (সিপিএম)
বিনপুর: দিবাকর হাঁসদা (সিপিএম)
বান্দোয়ান: সুশান্ত বেশরা (সিপিএম)
বলরামপুর: কংগ্রেস
বাঘমুন্ডি: কংগ্রেস
জয়পুর: ধীরেন মাহাতো (ফব)
পুরুলিয়া: কংগ্রেস
মানবাজার: যামিনীকান্ত মণ্ডি (সিপিএম)
পারা: স্বপন বাউড়ি (সিপিএম)
রঘুনাথপুর: আইএসএফ
শালতোড়া: আইএসএফ
ছাতনা: ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
রানিবাঁধ: দেবলীনা হেমব্রম (সিপিএম)
রাইপুর: আইএসএফ
তালডাংরা: মনোরঞ্জন পাত্র (সিপিএম)

Advt

Previous articleচতুর্থ টেস্টে রেকর্ড গড়লেন হিটম‍্যান
Next articleরত্নার বিরুদ্ধে লড়াই এড়াতে বিভ্রান্তি বাড়াচ্ছেন শোভন?