চতুর্থ টেস্টে( 4 th test) দ্বিতীয় দিনে রেকর্ড গড়লেন রোহিত শর্মা( rohit sharma) । এদিন টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন ভারতের হিটম্যান। এশিয়ার দ্রুততম ওপেনার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।

১৭টি ইনিংস খেলে হাজার রানের মাইলফলক পার করলেন রোহিত। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে লড়াই চলছে, সেই সিরিজে রোহিত দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান, যিনি হাজার রান করলেন। রোহিত ছাড়া হাজার রান করেছেন অজিঙ্কে রাহানে। ১৫টি ম্যাচ খেলে হাজার রান তিনি।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে রোহিতই ভারতের প্রধান ভরসা হয়ে উঠেন। ৪৯ রান করে আউট হন তিনি।

আরও পড়ুন: ‘শূন্য’ করার রেকর্ড গড়লেন বিরাট
