Saturday, November 15, 2025

বিশ্বের সেরা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উঠে এল আইআইটি খড়গপুর

Date:

বাঙালীদের জন্য সুখবর! খড়গপুর আইআইটি-র (IIT Kharagpur) মুকুটে নতুন পালক। বিশ্বের সেরা ১০০ কলেজের তালিকায় উঠে এল আইআইটি(IIT) খড়গপুর। চলতি বছরে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা কলেজগুলির একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় প্রথম পঞ্চাশেই রয়েছে আইআইটি খড়গপুর। তালিকায় বাকি দুটি আইআইটি হল আইআইটি মাদ্রাজ (৩০) ও আইআইটি বম্বে (৪১)।

শুধু IIT খড়গপুর নয়, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সেরা কলেজের তালিকায় নাম রয়েছে ভারতের আরও ১২টি কলেজের নাম। যার মধ্যে ৩টিই অবশ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিবছর দেশের মোট ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হাডাহাড্ডি লড়াই চলে। এইবছর তার মধ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান এই সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকায় প্রথম ৫০ এর মধ্যেই রয়েছে আইআইটি খড়গপুর। ২০২১ সালে IIT খড়গপুর ৪৪ নম্বর স্থান অর্জন করেছে। গতবার তাদের স্থান ছিল ৪৬ নম্বরে।

খনিজ ও খনিজ প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি ও একনোমেট্রিক্স এবং পরিসংখ্যান ও অপারেশনাল গবেষণা সহ শাখাগুলিতে আইআইটি খড়গপুর দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও, প্রকৌশল ও প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য সিস্টেম, নাগরিক ও কাঠামোগত, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন, যান্ত্রিক, বৈমানিক ও উৎপাদন, আর্থ ও সামুদ্রিক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং অ্যাকাউন্টিং এবং ফিনান্স সহ শাখাগুলিতে ভারতের শীর্ষ পাঁচটির মধ্যে এই প্রতিষ্ঠানটি স্থান পেয়েছে।

 

Related articles

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...
Exit mobile version