Thursday, August 28, 2025

বিশ্বের সেরা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উঠে এল আইআইটি খড়গপুর

Date:

বাঙালীদের জন্য সুখবর! খড়গপুর আইআইটি-র (IIT Kharagpur) মুকুটে নতুন পালক। বিশ্বের সেরা ১০০ কলেজের তালিকায় উঠে এল আইআইটি(IIT) খড়গপুর। চলতি বছরে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা কলেজগুলির একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় প্রথম পঞ্চাশেই রয়েছে আইআইটি খড়গপুর। তালিকায় বাকি দুটি আইআইটি হল আইআইটি মাদ্রাজ (৩০) ও আইআইটি বম্বে (৪১)।

শুধু IIT খড়গপুর নয়, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সেরা কলেজের তালিকায় নাম রয়েছে ভারতের আরও ১২টি কলেজের নাম। যার মধ্যে ৩টিই অবশ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিবছর দেশের মোট ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হাডাহাড্ডি লড়াই চলে। এইবছর তার মধ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান এই সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকায় প্রথম ৫০ এর মধ্যেই রয়েছে আইআইটি খড়গপুর। ২০২১ সালে IIT খড়গপুর ৪৪ নম্বর স্থান অর্জন করেছে। গতবার তাদের স্থান ছিল ৪৬ নম্বরে।

খনিজ ও খনিজ প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি ও একনোমেট্রিক্স এবং পরিসংখ্যান ও অপারেশনাল গবেষণা সহ শাখাগুলিতে আইআইটি খড়গপুর দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও, প্রকৌশল ও প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য সিস্টেম, নাগরিক ও কাঠামোগত, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন, যান্ত্রিক, বৈমানিক ও উৎপাদন, আর্থ ও সামুদ্রিক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং অ্যাকাউন্টিং এবং ফিনান্স সহ শাখাগুলিতে ভারতের শীর্ষ পাঁচটির মধ্যে এই প্রতিষ্ঠানটি স্থান পেয়েছে।

 

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version