দলের প্রচারে যাবেন না, টিকিট না পেয়ে জানালেন ক্ষুব্ধ ‘মাস্টারমশাই’

এবারের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে আর প্রচার করব না- সিঙ্গুরে (Singur) টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে জানালেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)।

এবার তৃণমূলের প্রার্থী তালিকা শুরুর থেকেই জানানো হয়েছিল অশীতিপর বৃদ্ধদের টিকিট দেওয়া হবে না। সেই মতো এবারের বিধানসভা ভোটে সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী বলে পরিচিত বেচারাম মান্না (Becharam Manna)। আবার হরিপালে টিকিট পেয়েছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না (Karabi Manna)। কিন্তু বয়সের কারণে টিকিট পাননি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গুরের ‘মাস্টারমশাই’।

শুক্রবার, প্রার্থী তালিকা প্রকাশের পরে তিনি জানান, এবারের ভোটে দলের হয়ে প্রচার করবেন না। আগামী দিনে কী করবেন দু’একদিনের মধ্যে সেটাও জানিয়ে দেবেন। ইতিমধ্যেই গেরুয়া শিবিরে দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্রকে। যদিও সেই সময় বিদায়ী বিধায়ক জানিয়েছিলেন তিনি তৃণমূলেই থাকছেন। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর এবার তিনি কী অবস্থান নেন সেটাই দেখার।

আরও পড়ুন- জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, মৃত্যু কৃষকের