Monday, November 24, 2025

টাইম ম্যাগাজিনের কভার পেজে ভারতের কৃষি আন্দোলনকারী মহিলাদের ছবি

Date:

Share post:

ভারতের মাটিতে লাগাতার চলতে থাকা আন্দোলনের সমর্থনে এবার এগিয়ে আসতে দেখা গেল গোটা বিশ্বে বহুল জনপ্রিয় মার্কিন পত্রিকা ‘টাইম ম্যাগাজিন’কে(time magazine)। মার্চ মাসে প্রকাশিত টাইম পত্রিকার কভার পেজে জায়গা পেল কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনরত মহিলাদের ছবি। পাশাপাশি কভার পেজের হেডলাইনে লেখা হয়েছে, ‘ON THE FRONT LINE OF INDIA’S FARMER PROTESTS’. বলার অপেক্ষা রাখে না এই ঘটনায় তীব্র অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, টাইম ম্যাগাজিনের তরফে কৃষক আন্দোলনের যে ছবি প্রকাশ করা হয়েছে তা দিল্লির টিকরি বর্ডারে আন্দোলনরত মহিলাদের ছবি। পাশাপাশি পত্রিকার ভিতরে কৃষি আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের হেডলাইনে লেখা হয়েছে, ‘আমি ভয় পাবো না, আমি বিক্রি হবো না… ভারতের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিলারা।’ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। পাশাপাশি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছে টাইম ম্যাগাজিন। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘টাইমের নতুন আন্তর্জাতিক কভার- আমি ভয় পাব না, আমি বিক্রি হবো না।’ পত্রিকার কভার পেজে যে সকল আন্দোলনকারী মহিলাদের ছবি তুলে ধরা হয়েছে তারা হলেন, অমনদীপ কৌর, কিরনজীত কৌর, গুরমর কৌর, বিন্দু আম্মা, উর্মিলা দেবী, সাহুমতি পাধা সহ আরো অনেকে। পাশাপাশি এই ছবিতে দেখা গিয়েছে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে তাদের কোলের শিশুদেরও। যারা ঘরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে উপস্থিত হয়েছে আন্দোলন স্থলে।

আরও পড়ুন:খেলেঙ্গে-লড়েঙ্গে-জিতেঙ্গে: ২৯১ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে স্লোগান বেঁধে দিলেন মমতা

প্রসঙ্গত, দেশজুড়ে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনের ফলে ইতিমধ্যেই ঢোক গিলতে শুরু করেছে ভারত সরকার। বহু আন্তর্জাতিক সেলিব্রিটি ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। যার ফলে অস্বস্তি আরও বেড়েছে সরকারের। ভারতের কৃষক আন্দোলনের প্রসঙ্গে সরকারের বিরোধিতায় সরব হওয়া তারকাদের বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এমন পরিস্থিতিতে ‘টাইম’-এর মত একটি আন্তর্জাতিক পত্রিকা এভাবে কৃষকদের সমর্থনে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্থি আরো বাড়লো সরকারের।

Advt

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...