Saturday, January 31, 2026

নন্দীগ্রামে প্রার্থী মমতা, নেওয়া হচ্ছে ঘর ভাড়া

Date:

Share post:

নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি আন্দোলনের আঁতুড়ঘর থেকে প্রার্থী হচ্ছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। অন্যদিকে মমতার বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন শুভেন্দু। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা জানয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ভোটের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

নন্দীগ্রামের বড়তলায় ফারুক আহমেদের দোতলা বাড়ি। প্রাক্তন এই সেনাকর্মীর দাবি, এই বাড়িটি তিনি তৃণমূলকে ভাড়া দিয়েছেন। তৃণমূলের জেলা সহ-সভাপতি শেখ সুফিয়ান জানিয়েছেন, কলকাতা থেকে আসা নেতাদের থাকার জন্য নন্দীগ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এরমধ্যে ফারুক আহমেদের বাড়িটি মুখ্যমন্ত্রীর থাকার জন্য ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকরা এই বাড়িটি ইতিমধ্যেই দেখে গিয়েছেন। বাড়িটিতে আপাতত কাজ চলছে। তৃণমূল সূত্রে খবর, প্রাথমিকভাবে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের ঠিক করা বাড়িটিতে তৃণমূলনেত্রীর থাকার কথা ভাবা হয়েছিল। কিন্তু, পরে তা বাতিল হয়ে যায়।

আরও পড়ুন-বার্ধক্যের দাগ মুছে তারুণ্যে জোর বামেদের, প্রার্থী তালিকায় ভরসা দুঁদে নেতাদের ওপরও

অন্যদিকে, নন্দীগ্রামে মমতা থাকার জন্য আরও একটি বাড়ি দেখে গিয়েছেন ফিরহাদ হাকিম। নন্দীগ্রামের তারাচাঁদ বার এলাকার ইংরেজি শিক্ষকের বাড়িটি পছন্দ হয় পুরমন্ত্রীর। সব ঠিক থাকলে, এটাই হতে চলেছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্তানা। দোতলা বাড়ি, তিন তলায় রয়েছে একটি ঘর। এই বাড়িতে থাকেন মাস্টারমশাই, তাঁর স্ত্রী ও দুই ছেলে। দোতলায় রয়েছে ফাঁকা, ৪টে ঘর, ২টো বাথরুম, একটা রান্নাঘর, তিনতলায় আরও একটি ঘর।

এদিকে, কসবার বোরো কোঅর্ডিনেটর সুশান্ত কুমার ঘোষকে তৃণমূলের রাজ্য সম্পাদক করা হয়েছে। নন্দীগ্রামে পাঠানো হচ্ছে তাঁকে। সব মিলিয়ে নন্দীগ্রাম এখন ‘গরম’।

Advt

spot_img

Related articles

ধর্ম জেনে বেধড়ক মার! যোগীরাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে...

সিঙ্গুরের জমিতে ফলছে সোনার ফসল, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বস্তিতে কৃষকরা

সিঙ্গুরের জমিতে ফলছে সোনালী ফসল। আর এতেই মুখে হাসি ফুটেছে সিঙ্গুরের(Singure) চাষিদের। সিঙ্গুরের যে সমস্ত জমি অধিগ্রহণ করেছিল...

আজকের দিনটি কোন রাশির জন্য কেমন যাবে? জেনে নিন

মেষ : বিভিন্ন সূত্রে ধনলাভ ও অর্থসঞ্চয়ের সুযোগ। তবে বাতের বেদনায় কষ্টভোগের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে হতাশা মনঃকষ্ট বাড়াতে পারে। বৃষ...

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...