আগামী সপ্তাহে রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী সপ্তাহে রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারপর আরও ২০০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে। এর আগে ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যে চলে এসেছিল ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই রাজ্যে । প্রয়োজনে আরো বাহিনী আসতে পারে।  এ ব্যাপারে বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবে রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। মূলত বাহিনী মোতায়েন নিয়েই এই বিশেষ বৈঠক। বিএসএফ গেস্ট হাউসে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জগমোহন, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। প্রথম দফায় প্রায় ১০,০০০ বুথে ভোট হবে। প্রথম দফার নির্বাচনে কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে সেই নিয়েই আজকের এই বৈঠক।

এদিকে জানা গিয়েছে ভোটের কাজে দুটি হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। মূলত সেনা বাহিনীর কাছ থেকে এই দুটি হেলিকপ্টার নেওয়া হবে। দুটির মধ্যে একটি হেলিকপ্টার থাকবে দমদম বিমানবন্দরে আর একটি থাকবে বাগডোগরা বিমানবন্দরে । নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।

Advt

 

 

 

 

 

 

Previous articleগর্ভবতী গরুর পেট থেকে উদ্ধার ৭১ কেজির বর্জ্য পদার্থ, মৃত্যু মা ও সন্তানের
Next articleমোদির জনসভা, রবিবারের ব্রিগেডকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে