Sunday, May 18, 2025

প্রত্যাশামতোই বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

Date:

Share post:

নাটকীয় ভাবে তৃণমূল ত্যাগের পর কিছুটা সময় নিলেও প্রত্যাশামতোই শনিবার বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী(Dinesh Trivedi)। শনিবার দুপুর বারোটা নাগাদ দিল্লি বিজেপি সদরদফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। রাজ্যে নির্বাচনী আবহে ত্রিবেদীর বিজেপি(BJP) যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, গত মাসে রাজ্যসভায় অধিবেশন চলাকালীন সকলকে চমকে দিয়ে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। দলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলেন, অন্তরাত্মার ডাকে তৃণমূল ত্যাগ করছেন তিনি। এরপর শনিবার জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে নাম না করে তৃণমূলকে তোপ দেগে দীনেশ ত্রিবেদী বলেন, ‘অন্য দলে কেবলমাত্র একটা পরিবারেরই সেবা হয়। আমার জন্য দেশই সর্বোপরি। এর বাইরে আমি কিছু বুঝি না। বিশ্ব দেখছে মোদীজির হাত ধরে কীভাবে ভারত এগিয়ে চলেছে। বাংলার লোক খুশি, বাংলায় আসল পরিবর্তন হতে চলেছে। এখানে আমার অনেক পুরনো বন্ধু রয়েছে। বাংলা তথা দেশের জনতার জন্য কাজ করার সুযোগ দিল বিজেপি, আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন:বার্ধক্যের দাগ মুছে তারুণ্যে জোর বামেদের, প্রার্থী তালিকায় ভরসা দুঁদে নেতাদের ওপরও

পাশাপাশি তৃণমূলের একদা ভরসার দীনেশ ত্রিবেদীকে গেরুয়া শিবিরে যোগদান করিয়া জেপি নাড্ডা বলেন, মাস দুয়েক আগেই দীনেশ ত্রিবেদী নিজে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। অবশেষে তা সফল হওয়ায় নাড্ডা বলেন, এতদিন ভুল জায়গায় ছিলেন সঠিক দলে এসেছেন দীনেশ ত্রিবেদী।

Advt

spot_img

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...