Sunday, November 16, 2025

দায়িত্বে সুদীপ জৈন’ই, তৃণমূলের দাবি খারিজ কমিশনে

Date:

Share post:

কেন্দ্রীয় নির্বাচন কমিশন খারিজ করে দিলো তৃণমূলের দাবি৷

একুশের ভোটে বাংলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারের পদে সুদীপ জৈনকেই (Sudip Jain) বহাল রাখার সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) তরফে৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে নিরপেক্ষ না থাকার অভিযোগ এনে সুদীপ জৈনের অপসারণ চেয়েছিল তৃণমূল।রাজ্যের শাসক দলের ওই দাবিই খারিজ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সুদীপ জৈনের সততা এবং কাজের স্বচ্ছতার উপর কমিশনের পূর্ণ আস্থা আছে। কমিশন রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃণমূল জানায়, ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে কমিশনকে চিঠি দিচ্ছে দল। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, ” ৮ দফার নির্বাচন শুনেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমাদের প্রতিবাদ চলছে। আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করেছেন। সুদীপ জৈন আগেও এ রাজ্যের দায়িত্বে ছিলেন৷ ২০১৯- এর লোকসভা ভোটে ওঁর পক্ষপাতদুষ্ট আচরণ আগেও আমরা দেখেছি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে এই সুদীপই ভুল রিপোর্ট পাঠিয়েছিলেন৷

সৌগতর অভিযোগ, “সুদীপ জৈন আগেও একাধিক পক্ষপাতমূলক কাজ করেছেন। তাই ও দায়িত্বে থাকলে রাজ্যে অবাধ ভোট সম্ভব নয়। তাই আমরা ওঁর অপসারণ চেয়েছি।”

তৃণমূলের সেই অভিযোগ প্রত্যাখ্যান করে কমিশন জানিয়ে দিল, সুদীপ জৈনই রাজ্যের দায়িত্বে থাকবেন। তাঁর সততা নিয়ে কোনও সংশয় বা সন্দেহ কমিশনের নেই।

আরও পড়ুন- প্রার্থী না করায় চোখের জল ফেলে দিদিকে ছেড়ে বিজেপিতে সোনালী

Advt

spot_img

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...