Saturday, August 23, 2025

দায়িত্বে সুদীপ জৈন’ই, তৃণমূলের দাবি খারিজ কমিশনে

Date:

Share post:

কেন্দ্রীয় নির্বাচন কমিশন খারিজ করে দিলো তৃণমূলের দাবি৷

একুশের ভোটে বাংলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারের পদে সুদীপ জৈনকেই (Sudip Jain) বহাল রাখার সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) তরফে৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে নিরপেক্ষ না থাকার অভিযোগ এনে সুদীপ জৈনের অপসারণ চেয়েছিল তৃণমূল।রাজ্যের শাসক দলের ওই দাবিই খারিজ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সুদীপ জৈনের সততা এবং কাজের স্বচ্ছতার উপর কমিশনের পূর্ণ আস্থা আছে। কমিশন রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃণমূল জানায়, ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে কমিশনকে চিঠি দিচ্ছে দল। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, ” ৮ দফার নির্বাচন শুনেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আমাদের প্রতিবাদ চলছে। আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ দাবি করেছেন। সুদীপ জৈন আগেও এ রাজ্যের দায়িত্বে ছিলেন৷ ২০১৯- এর লোকসভা ভোটে ওঁর পক্ষপাতদুষ্ট আচরণ আগেও আমরা দেখেছি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে এই সুদীপই ভুল রিপোর্ট পাঠিয়েছিলেন৷

সৌগতর অভিযোগ, “সুদীপ জৈন আগেও একাধিক পক্ষপাতমূলক কাজ করেছেন। তাই ও দায়িত্বে থাকলে রাজ্যে অবাধ ভোট সম্ভব নয়। তাই আমরা ওঁর অপসারণ চেয়েছি।”

তৃণমূলের সেই অভিযোগ প্রত্যাখ্যান করে কমিশন জানিয়ে দিল, সুদীপ জৈনই রাজ্যের দায়িত্বে থাকবেন। তাঁর সততা নিয়ে কোনও সংশয় বা সন্দেহ কমিশনের নেই।

আরও পড়ুন- প্রার্থী না করায় চোখের জল ফেলে দিদিকে ছেড়ে বিজেপিতে সোনালী

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...