Saturday, August 23, 2025

‘ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে সবকিছুর মাপকাঠি নয়’, সভার আগে মন্তব্য দিলীপের

Date:

‘সোনার বাংলা'(Sonar Bangla) গড়ার ডাক দিয়েছে বিজেপি(BJP)। আর সেই লক্ষ্যে রবিবার ব্রিগেড সমাবেশ(Brigade rally) করছে গেরুয়া বাহিনী। চমকের খামতি নেই রবিবারের ব্রিগেডে। প্রধান বক্তা হিসেবে নরেন্দ্র মোদির পাশাপাশি থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারের মতো জনপ্রিয় মুখের ভিড়। তবে ব্রিগেডের জনসভা জনতার ভিড় কেমন হবে? এ প্রসঙ্গে অবশ্য স্পষ্ট বার্তা দিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তার দাবি, ব্রিগেড গুরুত্বপূর্ণ তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়।

বাংলায় ব্রিগেড জনসভা বরাবরই রাজনৈতিক দলের কাছে ‘প্রেস্টিজ ইস্যু’। নিজেদের ক্ষমতা প্রদর্শনের উপযুক্ত জায়গা। বাংলা দখলের লড়াইয়ে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সেখানেই এবার জনসভা করতে চলেছে বিজেপি। তার আগে প্রতিদিনের মত রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ ব্রিগেড থেকেই সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে। পাশাপাশি ব্রিগেডের জনসভা জনসমাগম প্রসঙ্গে অতীতে বামেদের উদাহরণ তুলে আনেন দিলীপ। বলেন, ‘ব্রিগেড গুরুত্বপূর্ণ। তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়। ২০১১, ২০১৬-য় ব্রিগেড ভরিয়েও নির্বাচনে বামেরা হেরেছিল। ফলে ব্রিগেডকেই সবকিছু ধরে নেওয়ার কোনও মানে হয় না।’

আরও পড়ুন:অভিমান কেটেছে আরাবুলের, রেজাউলের হয়েই ঝাঁপিয়ে পড়তে চান ভাঙরের তৃণমূল নেতা?

উল্লেখ্য, দুপুর দুটো নাগাদ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। যদিও সকাল থেকেই একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে ব্রিগেডের মাঠে। সাগর থেকে লঞ্চে করে আসতে শুরু করেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। জেলায় জেলায় ট্রেনে বাসে ব্রিগেডমুখী জনতার ভিড় চোখে পড়েছে ভালোই। কেউ সেজেছেন হনুমান, কেউ গোপাল ভাঁড়, কারও হাতে আবার কথা বলা বাঁশি। সব মিলিয়ে রবিবারের ব্রিগেট নিয়ে উদ্দীপনা চরমে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version