Monday, August 25, 2025

যতই জনতা আজ ব্রিগেডমুখী হোক, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ । যতই গেরুয়া ঝড় উঠুক ব্রিগেডজুড়ে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।

ভোটের আগে আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম জনসভা ব্রিগেডে। কিন্তু তার আগেই মহানগর মুড়ে ফেলা হয়েছে “বাংলা তার নিজের মেয়েকে চায়” পোস্টারে। দু’দিন আগেই ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সঙ্গে বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতারা নির্দেশ দিয়েছিলেন গোটা শহর মুড়ে ফেলতে হবে পোস্টার, ব্যানার, ফ্লেক্সে। সেই অনুযয়ী দলীয় কর্মীরা গোটা শহরকে মুড়ে ফেলেছেন দলীয় পতাকা, ব্যানার, পোস্টারে, ফেস্টুনে। এমনকী বিমানবন্দর থেকে শহরে প্রবেশের প্রধান পথ ভি আই পি রোড মুড়ে ফেলা হয়েছে এই পোস্টারে। ভি আই পি ধরে এসপ্ল্যানেড বা ব্রিগেডমুখী হলেই দেখা যাবে রাস্তার দু’ধারে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এর পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

 

তবে পিছিয়ে নেই বিজেপিও। রাস্তা জুড়ে শোভা পাচ্ছে নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ, জে পি নাড্ডা, অমিত শাহের ছবি। আছেন মুকুল, কৈলাশ, রাজীব এবং শুভেন্দুও। তাদের নানা ছবি দিয়ে সেজে উঠেছে মহানগরের রাস্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আজ আসলে সম্মানের লড়াই। এই লড়াইয়ে জিততে চায় দুপক্ষই। এক কথায় এই রবিবার ব্লকবাস্টার রবিবার। ব্লকব্লাস্টার রবিবারে মমতা উত্তরের রাস্তায় মমতা। আর দক্ষিণে ব্রিগেডে মোদি ।

বিজেপি নেতারা ব্যঙ্গ করে বলছেন মোদির জন্যেই আজ নাকি কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছেন মমতা। আর তৃণমূল পাল্টা যুক্তি সাজিয়ে বলছে ২রা মে’র পর বিজেপি রাজ্য থেকেই পালিয়ে যাবে।

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version