Monday, November 10, 2025

বড়বাজারের বহুতলে বিধ্বংসী আগুন, এখানেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর

Date:

Share post:

ফের একবার বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহরের বুকে। সোমবার সন্ধ্যে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের(strand road) নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে ইতিমধ্যই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের(fire brigade) ১০টি ইঞ্জিন। তবে ১৩ তলায় আগুন লাগায় কাজ শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় দমকল কর্মীদের। এই বহুতলেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর(Eastern railway head office)।

দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেখানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। সেখান থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতোখানি উঁচুতে আগুন লাগায় হাওয়ার সাহায্য নিয়ে মুহূর্তে দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্র্যান্ড রোড। জোর কদমে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে।

আরও পড়ুন:‘বিশ্ব নারী দিবসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম’, বিজেপিতে যোগদানের পর বললেন তনুশ্রী

উল্লেখ্য, বিভিন্ন দফতরের শীর্ষ কর্তাদের অফিস এখানে। এর মধ্যে রয়েছে আরপিএফ, আইজি, চিফ ফিনান্স কমিশনার, চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন, দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার-সহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের অফিস। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলের রিজার্ভেশনের মূল দফতরটিও এখানে। ফলে যাত্রী ও কর্মীদের বড় সংখ্যার মানুষজন বিল্ডিংটিতে ছিলেন। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে বিল্ডিংয়ের নিচে কার পার্কিং স্পেসে বেশকিছু গাড়িরও ক্ষতি হয়েছে বলে খবর।

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...