প্রকাশিত হল JEE Main 2021 পরীক্ষার ফলাফল

করোনা পরিস্থিতির মাঝে কঠোর সর্তকতা সহ JEE Main 2021 পরীক্ষা নিয়েছিল ভারত সরকার। অবশেষে বহু প্রতীক্ষিত সেই পরীক্ষার ফল প্রকাশ করল কেন্দ্র। সোমবার JEE Main 2021-এর ফল প্রকাশ করেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এডিট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

সোমবার এক টুইটে পোখরিয়াল জানান, JEE Main February-র ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছর পর্যন্ত ৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার তা নেওয়া হয়েছে ১৩টি ভাষায়। দশ দিনে ফলাফল প্রকাশিত হল। এনটিএর(NTA) এটি একটি বড় প্রাপ্তি।’ তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এনটিএস ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে। এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের ক্লিক করতে হবে ‘JEE Main 2021 Result’ লিঙ্কে। সেখানেই অ্যাপ্লিকেশন নম্বর সহ বিস্তারিত তথ্য দিলেই জানা যাবে পরীক্ষার রেজাল্ট।

আরও পড়ুন:কংগ্রেসে থাকলে একদিন মুখ্যমন্ত্রী হতেন সিন্ধিয়া, বিজেপিতে লাস্টবেঞ্চেই থাকতে হবে: রাহুল

উল্লেখ্য, এবছর মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী এবার JEE Main পরীক্ষায় বসেছিলেন। কঠোর করোনা সতর্কতার মধ্যে এবছর ২৩ ও ২৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষা নেওয়া হয়।

Advt

Previous articleকংগ্রেসে থাকলে একদিন মুখ্যমন্ত্রী হতেন সিন্ধিয়া, বিজেপিতে লাস্টবেঞ্চেই থাকতে হবে: রাহুল
Next articleস্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ড : ৭ জনের মৃত্যু, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী