বিজেপিতে নাম লিখিয়েও টিকিট পেলেন না দলবদলু দুই বিধায়ক!

শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে (bjp) যোগ দিয়েছিলেন। আশা ছিল, ভোটের আগে দল বদল করে তৃণমূল (tmc) সরকারের বিরুদ্ধে চড়া সুরে বিষোদগার করলেই বিজেপির টিকিট মিলবে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই ‘ধাক্কা’ দুই দলবদলুর (defectors)। ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েও টিকিট পেলেন না কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি ও তমলুকের বিধায়ক অশোক দিন্দা। তৃণমূল বিধায়ক বনশ্রী ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ। অন্যদিকে সিপিআই বিধায়ক অশোক দিন্দাও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে নাম লেখান বর্তমান দুই বিধায়ক বনশ্রী মাইতি ও অশোক দিন্দা। কিন্তু শিকে ছিঁড়ল না। তাঁদের কেন্দ্রে টিকিট পেয়েছেন অন্যরা। ফলে বহু আশা নিয়ে যারা ইতিমধ্যেই তৃণমূল ছেড়েছেন বা তৃণমূলে টিকিট না পেয়ে এখন বিজেপিতে তদ্বির করছেন, সেইসব সুযোগসন্ধানী দলবদলুদের যে কী হাল হতে চলেছে তা বোঝা যাবে আর কদিনের মধ্যেই।

 

Previous article৮ মার্চ, সোমবারের বাজার দর
Next articleনারী দিবসে আজ কলকাতায় মমতার পদযাত্রা