Saturday, November 8, 2025

আইকোর কাণ্ডে মানস ভুঁইঞাকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার CBI তাঁকে নোটিস পাঠিয়েছে বলে সূত্রের খবর। জিজ্ঞাসবাদের জন্য শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে।

জানা যাচ্ছে, কিছুদিন আগে আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে আইকোরের সমর্থনে একাধিক বক্তব্য রাখতে দেখা গিয়েছিল মানস ভুঁইঞাকে। জানা গিয়েছে, আইকোর কাণ্ডে একাধিক ব্যক্তিকে জেরা করায় উঠে এসেছে মানস ভুঁইঞার নাম।

আরও পড়ুন-দুই বিধায়ক সমর্থন প্রত্যাহার করায় আস্থাভোটের মুখে হরিয়ানার বিজেপি সরকার

বছর ১২ আগে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল একাধিক চিটফান্ড সংস্থা। তার মধ্যে অন্যতম ছিল আইকোর। স্বল্প বিনিয়োগে বেশি মুনাফা লাভের লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায় করত অনুকূল মাইতির সংস্থা। শুধু এ বাংলাতেই নয়, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা থেকেও অর্থ সংগ্রহ করে বড়ো হচ্ছিল সংস্থা। এরপর ২০১২ সালে অনেক চিটফান্ড সংস্থার আর্থিক তছরূপের বিষয় ফাঁস হয়ে যায়। সেই সময় গোয়েন্দারা তল্লাশি চালায় আইকোর সংস্থায়। ২০১৫ সালে অনুকূল মাইতি, তাঁর স্ত্রী এবং সংস্থার দুই ডিরেক্টরকে গ্রেফতার করে CID। এরপর তিনি জামিনে মুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ওড়িশায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে সিবিআই তাঁকে গ্রেফতার করে। ততদিন চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে চলে গিয়েছে। এরপর ২০২০ সালের ৮ নভেম্বরে ওড়িশার জেলে মারা যান আইকোর কর্তা অনুকূল মাইতি। এখনও চলছে আইকোর কাণ্ডের তদন্ত।

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version