নজরে শিলিগুড়ি: বিজেপি অফিসের সামনে বসেই জনসংযোগ ওমপ্রকাশের

শিলিগুড়িতে বিজেপির পার্টি অফিস। সেই অফিসের সামনে বসেই জনসংযোগ সারলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। হিলকার্ট রোডের ভেনাস মোড় তথা হাসমি চকের জয়মণি ভবনের মূল গেটের সামনে চেয়ার পেতে বসে জনসংযোগ সারলেন তিনি। সঙ্গে তৃণমূলের স্থানীয় কয়েকজন। তাঁকে দেখেই দলে দলে লোকজন গিয়ে অভিনন্দন জানিয়ে হাত মেলালেন। সেলফি তোলার দাবি উঠল রাত পৌনে ১০টাতেও!

শিলিগুড়িতে পৌঁছেই দলীয় প্রচার শুরু করে দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। হেঁটেছেন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর পদযাত্রাতেও। মুখ্যমন্ত্রী ফেরার পর  ওয়ার্ডে-ওয়ার্ডে দিয়ে নির্বাচনী প্রচার সারছেন। কেউ বলছেন, ওমদা স্বাগত। কেউ বলছেন ওমপ্রকাশজি আইয়ে। আবার কোথাও নমস্তে ওমপ্রকাশ দাজু বলে নেপালি ভাষীরা সম্বোধন করছেন। আর বাংলাভাষীরা তো ঘিরেই রেখেছেন প্রায় তৃণমূল প্রার্থীকে।

মঙ্গলবার সন্ধ্যায় ওমপ্রকাশবাবুর গাড়ি দাঁড়িয়েছিল ভেনাস মোড়ে। তাঁকে দেখেই কয়েকজন এগিয়ে য়ান, আবদার তোলেন স্যর, আপনার সঙ্গে সেলফি নেব। মুহূর্তের মধ্যে ওমপ্রকাশবাবু নেমে পড়েন গাড়ি থেকে। সেই সময়ে জয়মণি ভবনের মালিক শৈবাল ঘোষ সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি ওমপ্রকাশ মিশ্রকে আমন্ত্রণ জানিয়ে চেয়ার পেতে দেন। তাতে অভিভূত হয়ে সেখানে বসে জনসংযোগে মেতে ওঠেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী। স্থানীয় শিবরাত্রির পুজোয় আমন্ত্রণও পান তিনি। প্রায় রাত ১০টা অবধি চলে জনসংযোগ।

Advt

Previous articleসারদা-কাণ্ডে ফের ইডির নোটিশ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে
Next articleব্রেকফাস্ট স্পোর্টস