উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
কলকাতায় আরও ৪ জনের শরীরে ব্রিটেনের করোনা স্ট্রেনের হদিশ মিলেছে৷ এই ৪ জনকে নিয়ে শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০-এ৷ আক্রান্তেরা ভর্তি বেলেঘাটা ID হাসপাতালে।
দেশের একাধিক রাজ্যে ফের নতুন করে ছড়াচ্ছে করোনা (Covid 19) সংক্রমণ। বিপদ বাড়ছে কলকাতায়ও। বাদ নেই কলকাতাও৷ শহরে ব্রিটেনের করোনা স্ট্রেনে নতুনভাবে আক্রান্ত আরও ৪ জনের খোঁজ মিলেছে। এরা সকলকেই ভর্তি বেলেঘাটা ID-তে৷ খোঁজ চলছে আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনের৷
নতুনভাবে হানা দেওয়া করোনা দেশের বিভিন্ন রাজ্যে ফের ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি সর্বাধিক উদ্বেগজনক মহারাষ্ট্রে। ১১ মার্চ থেকে আংশিক লকডাউন জারি করা হয়েছে ঔরঙ্গাবাদে (Aurangabad)। সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে মুম্বইয়েও (Mumbai) আংশিক লকডাউন হতে পারে। উদ্বেগজনক তথ্য, গত রবিবার পর্যন্ত মহারাষ্ট্রে নতুনভাবে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজারেরও বেশি।
পশ্চিমবঙ্গের (West Bengal) স্বাস্থ্যদফতর সূত্রে খবর, নভেম্বর ও ডিসেম্বরের তুলনায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে৷ সম্প্রতি বিদেশ থেকে রাজ্যে এসেছেন ১১ জন। নিয়ম অনুসারে তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই ভীতি বাড়িয়ে ৩ জনের শরীরের ব্রিটেনের করোনা স্ট্রেন ও ১ জনের ভাইরাসের দক্ষিণ আফ্রিকান প্রজাতির (South African Varient) নমুনা পাওয়া যায়। দিনদুয়েক পর ব্রিটেনের করোনা স্ট্রেনে আক্রান্ত হন আরও ২ জন। সেই সংখ্যাটাই এবার বেড়ে হল ১০।