Saturday, August 23, 2025

নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া বাজারে গেলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আক্রান্ত হয়েছেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। পাশাপাশি, প্রত্যেকেই স্থানীয়দের সঙ্গে কথা বলে গতকালের ঘটনা সম্পর্কে বিশদে জানতে চান। জানা গিয়েছে, আজই নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিভূ গোয়েল। অন্যদিকে, এদিন প্রশাসনের কর্তাদের সামনেই ওই এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, নন্দীগ্রামের ঘটনায় পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে গতকাল ঘটনার পর পরই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক এই রিপোর্ট চান স্থানীয় জেলা প্রশাসনকে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। তিনি দাবি করেছেন, “ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিশ ছিল না। পুলিশ সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে।”

গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যসচিব, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকেও ফোন করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ফোনে খোঁজখবর নেন তিনি।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version