বিরল অসুখের ওষুধের অনুমোদন দিল ইংল্যান্ড, যার এক ডোজের দাম ১৮ কোটি টাকা

শেষমেশ অনুমোদন মিলল বিশ্বের সবচেয়ে দামি ওষুধের। অনুমোদন দিল ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (National Health Services)।  যার এক ডোজের দাম ১৮ কোটি টাকা বলে জানান হয়েছে। কিন্তু কোন অসুখের ওষুধ এটি ? যার এক ডোজের দাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যায়। বিরল এই রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাটরোফি(Spinal Muscular Atrophy) বা এসএমএ(SMA)।  কোটি জনের মধ্যে এক জনের দেহে এই বিরল রোগটি দেখা যায়।  বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিরল এই রোগটি জেনেটিক। এই রোগ মানুষকে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি শরীরের পেশিগুলিকেও দূর্বল করে দেয়। এমনকি কোনও একসময় হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন এসএমএ আক্রান্ত ব্যক্তি। অনেক সময়ে তা মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়।

বিরল এই অসুখ এসএমএ-র ওষুধ তৈরি করেছে নোভার্টিস জেনে থেরাপিয়েস(Novartis Gene Therapies)। যারা বাজারে  নিয়ে এল জোলগেনসোমা(Zolgensma)। তবে ওষুধটি বেশ ব্যায়বহুল।  যে ওষুধের এক ডোজের দামই ১৮ কোটি টাকা বলে জানান হয়েছে। ওষুধটি ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিক্রি করার ছাড়পত্র দিল। একটি পরীক্ষায় দেখা গিয়েছে জোলগেনসমার মাধ্যমে ভেন্টিলেটর ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারেন শিশুরা। এই রোগের কারণে শরীরে যে প্রোটিনের অভাব ঘটে, জোলগেনসমা তা পূরণ করতে পারে বলে জানা গেছে।  শিশুকালে এই ওষুধের প্রয়োগে পেশির চলাচল স্বাভাবিক হয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

Advt

Previous articleরেকর্ড গড়লেন মিতালি
Next articleসারদা কাণ্ডে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে নোটিশ ইডি-র