বিই বা বিটেক করতে হলে দ্বাদশে গণিত ও পদার্থবিজ্ঞান আর বাধ্যতামূলক নয়

নিয়ম বদলাতে চলেছে অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল বা এআইসিটি (AICTE)। এতদিন বি ই বা বিটেক পড়তে হলে দ্বাদশ শ্রেণিতে অংক ও পদার্থ বিজ্ঞান পড়তেই হত। কিন্তু এই দুটি বিষয়কে বাধ্যতামূলকের পরিবর্তে করা হল ঐচ্ছিক।

সম্প্রতি এআইসিটি (AICTE) ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি হ্যান্ডবুক প্রকাশ করেছে। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে দশমের পর দ্বাদশ শ্রেণিতে কোন কোন বিষয় থাকতে হবে। বেশ কয়েকটি বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার অন্তর্গত যে কোনও তিনটি বিষয় নিয়ে পাশ করতে হবে। পরীক্ষার্থীদের ওই বিষয়গুলিতে একসঙ্গে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা পড়ুয়াদের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ড্রইং এর মতো উপযুক্ত ব্রিজ করছে সুবিধা দেওয়া হবে ।

এই নতুন বিষয় নীতি নিয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলে সমালোচনার ঝড় উঠেছে। ইঞ্জিনিয়ারিংয়ের মত একটি বিষয় , যেখানে অংক এবং পদার্থবিজ্ঞানে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, সেখানে কীভাবে এই দুটি বিষয়কে বাধ্যতামূলক করা হচ্ছে না। এর ফলে শিক্ষার মান যে অনেকটাই পড়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advt

Previous articleহাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভোটে লড়তে পারবেন না জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী
Next articleপার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI