শনিবার আইএসএল( isl) ফাইনালে মুম্বই সিটি এফসির( mumbai city fc) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান(atk mohunbagan)। গ্রুপ পর্বের দুই ম্যাচের হারের বদলা নিয়ে, ট্রফি জয়ের লক্ষ্যে নামছে হাবাসের দল।

চলতি বছর এটিকে সঙ্গে গাঁটছড়া বেধে আইএসএলে অভিযান শুরু করে মোহনবাগান। আর প্রথম বছরেই আইএসএল ফাইনালের মঞ্চে বাগান ব্রিগেড। তাই শনিবার এই ম্যাচ জিততে মরিয়া হাবাসের দল।

গ্রুপ পর্বে দুই ম্যাচেই মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল বাগান ব্রিগেডকে। তবে ফাইনালের আগে এসব নিয়ে ভাবতে নারাজ বাগানের হ্যেডসার। এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন,” গ্রুপ পর্বের ম্যাচ আলাদা। এই ম্যাচ আলাদা। আমরা শনিবার ফাইনাল খেলতে নামছি। তাই প্রতিপক্ষকে সহজে জায়গা ছেড়ে দেব না। মুম্বই আমাদের বিরুদ্ধে যে কটা গোল করেছে সব সেট পিস থেকে। ওদের সেট পিস খুবই শক্তিশালী। তবে আমারা সব দিক নজর রাখছি। শনিবার আমরা চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ব।”

গোটা মরশুমে দুরন্ত প্যারফমেন্স বাগানের রয় কৃষ্ণার। ১৪ টি গোল করেছেন ফিজির এই তারকা ফুটবলার। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে গোল করলেই সোনার বুটের মালিক হবেন তিনি। তবে ফাইনালের আগে সোনার বুট নয়, দলের জয়ই চাইছেন কৃষ্ণা। ‘সোনার বুট’ জেতার প্রসঙ্গ আসতেই কৃষ্ণা বলেন, “সোনার বুট পেলে একজন পেশাদার ফুটবলার হিসেবে অবশ্যই ভাল লাগবে। তবে আমার কাছে দলের জয়টাই আসল। তাই গত ম্যাচগুলোতে দলের জন্য যেমন লড়াই করেছি, এ বারও সেই মেজাজে মাঠে নামব। কোচের নির্দেশ পালন করে আমরা খেলব।”

আরও পড়ুন:পুরনো মেজাজে ধোনি, অনুশীলনে একের পর এক ছক্কা হাঁকালেন তিনি
