Sunday, November 9, 2025

আহত বাঘিনী বেশি ভয়ঙ্কর, এবার ভাঙা পায়েই খেলা হবে! হুঁশিয়ারি মদনের

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত (Injury) হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি। একদিকে SSKM হাসপাতালে যখন মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে, তখন অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, ভোটের মুখে সহানুভূতি পেতে এই ঘটনা সাজানো, নাটক করছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, তৃণমূল (TMC) সুর চড়িয়ে বলেছে, পরিকল্পিত ষড়যন্ত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra) হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে এসে হুঙ্কার ছেড়েছেন। কামারহাটির তৃণমূল প্রার্থীর দাবি, “পরিকল্পনামাফিক হামলা হয়েছে মুখ্যমন্ত্রীর উপর। প্রশিক্ষণ না থাকলে এরকম হামলা করা যায় না। মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল।”

এই ঘটনায় নির্বাচন কমিশনকে একহাত নিয়ে মদন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে ন্যূনতম নিরাপত্তা থাকবে না। মানুষ তাহলে ভোট দিতে যাবে কোন সাহসে? EC দায়িত্ব নেওয়ার পর থেকে সব পুলিশ এখন তাদের অধীনে। অবিলম্বে নতুন DG-র অপসারণ চাই।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোট বঙ্গের এই খেলায় তিনি গোলকিপার। এবার বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, খেলার আগেই চোট পেয়ে উঠে গেলেন তৃণমূল নেত্রী।এরপরই স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে খুঁজে পাওয়া গেলো মদন মিত্রকে। তাঁর কথায়, “আহত বাঘিনী আরও বেশি ভয়ঙ্কর। মমতাকে মাঠে নামতে হয় না, তার নামেই খেলা শেষ হয়ে যায়। এবারও খেলা হবে। ভাঙা পায়েই খেলা হবে।”

সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুপারস্টার মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামে প্রচার করবেন। যিনি ব্রিগেডে নরেন্দ্র মোদির মঞ্চে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সময় ফিল্মি ডায়লগ দিয়ে নিজেকে জাত গোখরোর সঙ্গে তুলনা করে ছিলেন। মিঠুনকে কটাক্ষ করে মদন বলেন, “যে মোদির সামনে মাথা নিচু করে সে আর যাই হোক গোখরো হতে পারে না। এতদিন ডিস্কো ড্যান্স ২ মে জন্য অপেক্ষা করুন, আমরা কোবরা ড্যান্স দেখাবো।”

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...